For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর লড়াই দীর্ঘ করতে রাজি নয় চিন, তাৎক্ষনিক ভাবে বিরোধ মিটিয়ে ফেলতে চায় বেজিং

আর লড়াই দীর্ঘ করতে রাজি নয় চিন, তাৎক্ষনিক ভাবে বিরোধ মিটিয়ে ফেলতে চায় বেজিং

Google Oneindia Bengali News

সংঘাত আর দীর্ঘ করতে চায় না বেজিং। ভারতের সঙ্গে এলএসি নিয়ে তাৎক্ষনিক সংঘাত মিটিয়ে ফেলার আগ্রহ দেখাল বেজিং। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন দুই দেশ সীমান্ত সংঘাত মিিটয়ে ফেলতে চায়। বেজিংয়ের তরফ থেকে এমনই বার্তা পেয়েছে ভারত।

সংঘাত মেটাতে চায় বেজিং

সংঘাত মেটাতে চায় বেজিং

আর সীমান্ত সংঘাত জিইয়ে রাখতে চায় না বেজিং। বিেদশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে নতুন করে কূটনৈতিক আলোচনায় বসতে চায় বেজিং। জিনপিং প্রশাসনের পক্ষ থেকে এমনই বার্তা এসেছে।

এলএসি সংকট

এলএসি সংকট

দুই দেশের মধ্যে এলএসি নিয়ে একাধিক জায়গায় বিবাদ রয়েছে। লাদাখ, অরুণাচল প্রদেশ থেকে ডোকালা একাধিক এলাকায় সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে বিবাদ রয়েছে চিনের। ডোকালা সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে সংঘাত হয়েছে লাল ফৌজের। অরুণাচলে বিতর্ক তো রয়েইছে।

লাদাখ সংঘাত

লাদাখ সংঘাত

করোনা পরিস্থিতির মধ্যেও লাদাখ সীমান্তে আস্ফালন শুরু করেছিল লালফৌজ। তাতে শহিদ হয়েছিলেন ভারতের জওয়ানরা। তার জের ওখনও চলছে। পিছু হঠার কথার বললেও বাস্তবে সেটা কার্যকর করছে না বেজিং। এই নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।

সীমান্তে শক্তি বৃদ্ধি

সীমান্তে শক্তি বৃদ্ধি

লাদাখে ঘটনার পর পাকাপাকি ভাবে সীমান্তে শক্তি বৃদ্ধি করেছে ভারত। বিশেষ করে চিনের সীমান্ত গুলিতে পাকাপািক ভাবে সেনা বাড়ানো হয়েছে। একই সঙ্গে বায়ুসেনা ঘাঁটি গুলিকেও শক্তি শালী করা হয়েছে।

রাশিয়ার প্রথম কোভিড ভ্যাকসিন '‌স্পুটনিক ভি’‌ ৪০ হাজার জনের ওপর পরীক্ষা করা হবেরাশিয়ার প্রথম কোভিড ভ্যাকসিন '‌স্পুটনিক ভি’‌ ৪০ হাজার জনের ওপর পরীক্ষা করা হবে

English summary
China want to resolve issues with India in LAC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X