For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের সঙ্গে আমেরিকার তলে তলে আঁতাত রয়েছে! বাণিজ্য সন্ধি নিয়ে কোন তথ্য উঠে এল

  • |
Google Oneindia Bengali News

চিন মার্কিন বাণিজ্যিক দ্বন্দ্ব বহুদিনের খবর। তার হাত ধরেই করোনার আবহে চিনের সঙ্গে আমেরিকার সম্পর্কে চ্যূতি ধরে। সেই সম্পর্ক রাজনৈতিক থেকে কূটনৈতিক একাধিক কারণে তলানিতে গিয়ে ঠেকে। এবার শোনা যাচ্ছে ফের দুই দেশ একজোট হচ্ছে বাণিজ্যিক স্বার্থে।

 চিন-মার্কিন বাণিজ্য় চুক্তি

চিন-মার্কিন বাণিজ্য় চুক্তি

জানুয়ারি মাসে চিনের সঙ্গে এক বাণিজ্য চুক্তিতে আবদ্ধ হয়েছে আমেরিকা । সেই চুক্তিকে অগ্রসর করার বিষয়ে দুই দেশের সদ্য কথা হয়েছে বলে খবর। প্রবল রাজনৈতিক সংঘাত সত্ত্বেও বাণিজ্য়ের ক্ষেত্রে দুই দেশ হাত মিলিয়ে এগিয়ে যেতে রাজি বলে জানা যাচ্ছে।

পরবর্তী ক্ষেত্রে কী হয়েছে?

পরবর্তী ক্ষেত্রে কী হয়েছে?

২০০ বিলিয়ন ডলারের বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশই বহুদিন ধরে এই চুক্তি আটকে থাকার ফলে সমস্যায় পড়েছে। তার উপর করোনার মহামারী দুই দেশের বাণিজ্য চিন্তায় প্রভাব ফেলেছে। সবমিলিয়ে এবার সেই সমস্ত মতপার্থক্য কে পাশে সরিয়ে বাণিজ্য স্বার্থে চিন-মার্কিন যুক্তরাষ্ট্রকে একমঞ্চে দেখার পথে বিশ্ব।

 সংঘাত চরমে

সংঘাত চরমে

এদিকে যে আমেরিকার সঙ্গে চিনের এই বাণিজ্য সমঝোতার প্রসঙ্গ উঠে আসছে , সেই আমেরিকার দাবি, চিন আমেরিকার মাটিতে গুপ্তচর পাঠিয়ে তাকে দিয়ে করোনা ব্যাকসিনের গোপন নথি হাতানোর চেষ্টা করছে। এই প্রসঙ্গে আমেরিকা জুড়ে ব্যাপক ধরপাকড় চলেছে কয়েকদিন আগে। এফবিআইয়ের হাত থেকে বাদ যাননি চিনা পড়ুয়ারা।

 করোনা পরিস্থিতি ও আমেরিকার হুঁশিয়ারি

করোনা পরিস্থিতি ও আমেরিকার হুঁশিয়ারি

করোনা পরিস্থিতি নিয়ে আমেরিকা প্রবলভাবে হুঁশিয়ারি দিতে শুরু করেছিল চিনকে। বহুবার করোনা সংক্রমেণের উৎস হিসাবে চিনের দিকে আঙুল তুলতে ছাড়েননি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। এমন পরিস্থিতিতে এই বাণিজ্য চুক্তি বিশ্বের নজর কাড়তে পারে বলেমনে করা হচ্ছে।

English summary
China USA holds trade talks agree to push business deal forward
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X