For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের উচ্চতম ও দীর্ঘতম কাঁচের সেতুর উদ্বোধন হল চিনে, চলল এসইউভি গাড়ি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বিশ্বের দীর্ঘতম ও উচ্চতম কাঁচের সেতুর উদ্বোধন হল চিনের হুনান প্রদেশে। সেতুটি সুরক্ষিত কিনা তা যাচাই করাতে একদল পর্যটককে নিয়ে গিয়ে হাজির করানো হল সেতুর উপরে। নানা নেচে-কুঁদে দেখলেন পুরোটা। নিজের হাতে হাতুড়ি মেরে সেতুর কাঁচ পরীক্ষাও হল। [ট্রাফিক জ্যাম থেকে বাঁচতে চিনের রাস্তায় নামছে ব্রিজের মতো উঁচু বাস]

আগামী জুলাই থেকেই খুলে যাবে এই সেতুটি। ৪৩০ মিটার দীর্ঘ ও ৩০০ মিটার উচ্চতাবিশিষ্ট এটি বিশ্বের উচ্চতম ও দীর্ঘতম কাঁচের সেতু। সেতু পরীক্ষা করতে একটি এসইউভি গাড়ি নিয়ে এসেও চালানো হয় এর উপরে। [বিশ্বের সবচেয়ে বড় 'মুভি স্ক্রিন' তৈরি করল চিনা কোম্পানি!]

বিশ্বের উচ্চতম ও দীর্ঘতম কাঁচের সেতুর উদ্বোধন হল চিনে

চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর, পর্যটকেরা এসে হাতুড়ি মেরে সেতুর কাঁচ পরীক্ষার সময় তাতে সামান্য আঁচড় লাগলেও তাতে ফাটল ধরেনি। জানা গিয়েছে, সেতুতে তিনটি কাঁচের স্তর রয়েছে। এক একটি কাঁচ ৩ মিটার বাই ৪.৫ মিটার দৈর্ঘ্যের। এবং কাঁচগুলি পুরু ৬ ইঞ্চি করে। আর এই কাঁচ ভাঙবে না বলেও দাবি নির্মাতাদের। [চিনে খোঁজ মিলল ১৩০০ বছর পুরনো গাছের]

সেতুটি তৈরিতে খরচ হয়েছে ৬৯ মিলিয়ন মার্কিন ডলার। একসঙ্গে মোট ৮০০ জন মানুষের ওজন বহন করার ক্ষমতা রয়েছে এই সেতুটির। মে মাসে সেতুটির উদ্বোধন হওয়ার কথা থাকলেও তা বৃষ্টির জন্য পিছিয়ে জুলাইয়ে করা হচ্ছে। [৪০ বছরের পুরনো মাংস বিক্রি চিনে!]

English summary
China tests safety of world’s longest glass bridge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X