For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একাই লড়ে যাচ্ছে চিন, মাসুদ আজহারকে নিয়ে আমেরিকাকে সতর্ক করে কী বার্তা দিল তারা

পুলওয়ামার বর্বরোচিত হামলার দায় নিয়েছিল পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামার বর্বরোচিত হামলার দায় নিয়েছিল পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ। ইতিমধ্যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে জেইএম নেতা মাসুদ আজহাকে নিষিদ্ধ করার জন্য ব্রিটিশ ও ফরাসী সমর্থন নিয়ে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে আমেরিকা। এত কিছুর পরেও এদিন চিনের বিদেশ মন্ত্রক আভাস দিল, মাসুদ আজহারকে 'গ্লোবাল টেররিস্ট' ঘোষণা করার প্রস্তাবে এখনও তারা বাধা দিয়ে যাবে।

একাই লড়ে যাচ্ছে চিন, মাসুদ আজহারকে নিয়ে আমেরিকাকে সতর্ক করে কী বার্তা দিল তারা

পুলওয়ামার ঘটনার পরই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের আল কায়দা স্যানশন কমিটি-র নিষিদ্ধ জঙ্গির তালিকায় ফের একবার মাসুদ আজহারের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব ওঠে। কিন্তু ২০১৬, ২০১৭-র পর ফের একবার সেই প্রস্তাবে বাধ সাধে চিন। এর দুই সপ্তাহ পরই আমেরিকা রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে লো তালিকাভুক্ত করার এটি রেজোল্যুশন আনে। তাতে সমর্থন জানায় ইংল্যান্ড ও ফ্রান্স-ও।

[আরও পড়ুন: 'বালাকোটে একটি মোরগও মরেনি এয়ারস্ট্রাইকে', কাশ্মীরে মন্তব্য ফারুক আবদুল্লার][আরও পড়ুন: 'বালাকোটে একটি মোরগও মরেনি এয়ারস্ট্রাইকে', কাশ্মীরে মন্তব্য ফারুক আবদুল্লার]

বৃহস্পতিবার অবশ্য আমেরিকার এই পদক্ষেপের কড়া সমালোচনা করল চিন। এই বিষয়ে মার্কিনীদের সাবধানে পা ফেলার পরামর্শ দিয়েছে তারা। চিনা বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার এই পদক্ষেপে নিরাপত্তা পরিষদের মুখ্য সন্ত্রাস বিরোধী গোষ্ঠী হিসেবে আল কায়দা স্যানশন কমিটির কর্তৃত্বকে খর্ব করা হয়েছে। এতে বিষয়টির জটিলতাই শুধু বেড়েছে। সমাধান কিছু হয়নি। মার্কিন খসড়া প্রস্তাবটি জোর করে যেন পাস না করানো হয়, সেই বিষয়েও মার্কিন প্রশাসনকে সতর্ক করেছে চিন।

[আরও পড়ুন: 'দেশ মনস্থির করে ফেলেছে আমায় ভোট দেওয়ার জন্য', মেরঠ থেকে বিরোধীদের নিশানা মোদীর ][আরও পড়ুন: 'দেশ মনস্থির করে ফেলেছে আমায় ভোট দেওয়ার জন্য', মেরঠ থেকে বিরোধীদের নিশানা মোদীর ]

English summary
China have accused the United States of undermining the authority of the United Nations anti-terror committee by its move on Masood Azhar at UN Security Council.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X