For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উইকিপিডিয়াকে টক্কর দিতে আসছে 'চাইনিজ এনসাইক্লোপিডিয়া'

কোনও কিছু সম্পর্কে জানতে হলে গুগলে উইকিপিডিয়া সকলের মস্ত ভরসা। তবে গণপ্রজাতন্ত্রী চিন এর পাল্টা হিসাবে তাদের নিজস্ব ভার্সন বাজারে আনতে চলেছে। তার নাম হতে চলেছে এনসাইক্লোপিডিয়া।

  • |
Google Oneindia Bengali News

বেজিং, ৩ মে : কোনও কিছু সম্পর্কে জানতে হলে গুগলে উইকিপিডিয়া সকলের মস্ত ভরসা। তবে গণপ্রজাতন্ত্রী চিন এর পাল্টা হিসাবে তাদের নিজস্ব ভার্সন বাজারে আনতে চলেছে। তার নাম হতে চলেছে এনসাইক্লোপিডিয়া।

চিনে সেন্সরশিপ বড় কড়া। ফলে সেই অনুযায়ী এই নতুন এনসাইক্লোপিডিয়া তৈরি করা হবে তা বলাই বাহুল্য। বিশ্বের বাকী দেশগুলির থেকে এতদিন যেভাবে চিন তথ্য লুকিয়ে রেখেছে, এক্ষেত্রেও সেরকম কিছুই দেখা যেতে পারে।

উইকিপিডিয়াকে টক্কর দিতে আসছে 'চাইনিজ এনসাইক্লোপিডিয়া'

এর আগে ১৩ বছর দেশের জনতাকে উইকিপিডিয়া ব্যবহার করতে দেয়নি চিন সরকার। এবার নিজেরাই উইকিপিডিয়ার ধাঁচে অনলাইন এনসাইক্লোপিডিয়া তৈরি করতে চলেছে।

এজন্য মোট ২০ হাজারের বেশি শিক্ষাবিদ ও গবেষককে নিয়োগ করা হয়েছে। ২০১৮ সালে তা ইন্টারনেটে পথ চলা শুরু করার আগে নেপথ্যে তথ্য জোগাড়ের কাজ চলছে। এবং এই সাইট উইকিপিডিয়ার মতোই সমৃদ্ধ হবে বলে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, চিনে উইকিপিডিয়ার আংশিক ব্যবহার করা যায়। আপনি চিন, তাইওয়ান, তিব্বত সম্পর্কে সার্চ করলে তা সম্পর্কে জানতে পারবেন। বাকী সবকিছুই ব্লক করা থাকে। এছাড়া চিনে ফেসবুকের মতো স্যোশাল সাইট, গুগলের মতো সার্চ ইঞ্জিন ব্যবহার নিষিদ্ধ।

English summary
China taking on Wikipedia with its own online encyclopedia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X