For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষিত হওয়ায় ক্ষেপে লাল চিন কী পদক্ষেপ করল

লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার পর এই প্রথম কোনও পদক্ষেপ করল চিন। মানসরোবর এবং কৈলাস যাত্রার জন্য ভারতীয়দের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে চিন।

Google Oneindia Bengali News

লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার পর এই প্রথম কোনও পদক্ষেপ করল চিন। জানা গিয়েছে, মানসরোবর এবং কৈলাস যাত্রার জন্য ভারতীয়দের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে চিন। মঙ্গলবারই লাদাখ নিয়ে ভারতের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে চিন। তারপরেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

চিনের বিরোধিতা

চিনের বিরোধিতা

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং বিবৃতি জারি করে জানিয়েছেন, ‘‌চিনের ভূখণ্ডকে ভারতের দাবি করার সিদ্ধান্তের বরাবরই বিরোধিতা করা হয়েছে। এভাবে কখনও একক ভাবে ভারত কোনও পদক্ষেপ করতে পারে না। লাদাখকে এভাবে কোনও দিনই কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করতে পারে না ভারত। ভারতের এই পদক্ষের চিনের সার্বভৌমত্বের উপর আঘাত হানছে। এটা চিন কখনওই মেনে নেবে না।'‌

প্রতিবাদ জানিয়েছে ভারতও

প্রতিবাদ জানিয়েছে ভারতও

উল্টোদিক থেকে চিনের এই দাবির সরাসরি প্রতিবাদ করেছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানিযেছেন, ‘‌লাদাখ নিয়ে সিদ্ধান্ত একেবারেই ভারতের আভ্যন্তরীন বিষয়। এই নিয়ে বাইরের কোনও দেশের হস্তক্ষেপ ভারত বরদাস্ত করবে না। ভারত কখনওই অন্যদেশের আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করে না। তাই ভারতের ক্ষেত্রেও অন্যদেশ এই পন্থা মেনে চলবে এমনই আশা রাখে।'‌

চিনের একগুঁয়েমি

চিনের একগুঁয়েমি

রবীশ কুমার আরও জানিয়েছেন লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করার মধ্যে ইন্দো-চিন সীমান্তের কোনও সম্পর্ক নেই্য কারণ লাদাখ নিয়ে বহু আগেই দুই দেশের মধ্যে সীমান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। এবং দুই দেশ এই সীমান্ত নিয়ে সম্মতও হয়েছে।
কিন্তু চিন সেসব মানতে নারাজ। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলা মানসরোবর এবং কৈলাস যাত্রায় ভারতীয়দের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

কীভাবে হয় মানসরোবর যাত্রা

কীভাবে হয় মানসরোবর যাত্রা

দুটি পথে মানসরোবর এবং কৈলাস যাত্রা হয়ে থাকে। একটি উত্তরাখণ্ড দিয়ে আর একটি সিকিম দিয়ে। গতবার সিকিমের ডোকা লা সীমান্ত নিয়ে চিনের সঙ্গে বিরোধের কারণে বন্ধ হয়ে গিয়েছিল মানসরোবর যাত্রা।

English summary
China stop granted visas to Indians for Kailash Mansarovar Yatra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X