
করোনা ভাইরাসের পর এবার টীকা গবেষণার তথ্য চুরির অভিযোগ, চিনকে নিয়ে ব্যতিব্যস্ত আমেরিকা
করোনা ভাইরাসের সংক্রমণে বিধ্বস্ত আমেরিকা ফের ফুঁসে উঠল চিনের বিরুদ্ধে। এবার করোনার টীকা গবেষণার তথ্য চুরির অভিযোগ করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এই গুরুতর অভিযোগ করেছে। তাঁদের দাবি চিনা হ্যাকাররা আমেরিকার টীকা গবেষণার তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে।

টীকা গবেষণার তথ্য চুরির চেষ্টা
চিনের হ্যাকাররা আমেরিকার বিভিন্ন সংস্থার করোনা টীকা গবেষণার তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে।এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এই নিয়ে েদশের গবেষণা সংস্থাগুলিকে সতর্ক করে নির্দেশিকা জারি করেছে এফবিআই এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। আমেরিকার দুই প্রথম সারির সংবাদ পত্র ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমসে সেই খবর প্রকাশিত হয়েছে।

জিনপিং সরকারের মদতে কাজ
শুধু টীকা গবেষণার তথ্য চুরি নয়, চিনের হ্যাকাররা আমেরিকায় করোনা চিকিৎসার তথ্যও জানার চেষ্টা চালাচ্ছে। এবং জিনপিং সরকারের মদতেই চিনের হ্যাকাররা এই কাজ করছে বলে দাবি করেছে এফবিআই। কোন কোন দেশের হ্যাকাররা করোনা সম্পর্কিত গবেষণা এবং চিকিৎসার তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে তার তালিকায় তৈরি করেছে আমেরিকা। তাতে চিনের পাশাপাশি নাম রয়েছে রাশিয়া, এবং উত্তর কোরিয়ারও।

ব্রিটেনেও সম্মত আমেরিকার অভিযোগে
একাধিক হ্যাকার যে টীকা গবেষণা এবং করোনা িচকিৎসার তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে তাতে সম্মত হয়েছে ব্রিটেনও। গত সপ্তাহে দুই দেশ যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছিল স্বাস্থ্যকর্মীদের অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে। যাতে করোনা চিকিৎসা সংক্রান্ত তথ্য জানা যায় তার চেষ্টা চালাতেই হ্যাকাররা ফাঁদ পেতেছে।

চিনের বিরুদ্ধে অভিযোগ
করোনা সংক্রমণে বিধ্বস্ত আমেরিকা চিনের বিরুদ্ধে একাধিক আক্রমণ শানিেয়ছে। চিন করোনা সংক্রমণের ভয়াবহতার তথ্য গোপন করেছে বলে অভিযোগ করা হয়েছে। রীতি মত এই নিয়ে চিনকে হুঁশিয়ারিও দিয়েছে আমেরিকা। এর মাশুল চিনকে দিতে হবে বলে আক্রমণ শানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্র স্বচিব মাইক পম্পেও।
Recommended Video

ট্রেনের পর এবার দেশে বিশেষ বিমান পরিষেবা চালু হচ্ছে! এয়ার ইন্ডিয়ার বিমান চলাচলের তারিখ প্রকাশ্যে