For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনে চালু 'ডিজিটাল' আদালত, এখন ভিডিও চ্যাটের মাধ্যমেই মামলার নিষ্পত্তি

Google Oneindia Bengali News

চিনে চালু হল নতুন ডিজিটাল আদালত। সেখানে রায়দান করবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। শুক্রবার হাংহউ ইন্টারনেট কোর্ট চালু করা হয়। এই আদালতের প্রথম অনলাইন মামলায় এক লেখক ও একটি ওয়েব কোম্পানির মধ্যে লেখকস্বত্ব নিয়ে বিরোধের শুনানি হয়। হাংহউ ও বেইজিং থেকে দুটি আইনি প্রতিষ্ঠান কম্পিউটারের মাধ্যমে অনলাইনে আদালতের সঙ্গে সংযুক্ত হয়। শুনানি চলে ২০ মিনিট। সাইবার আদালতে বাদী ও বিবাদী ভিডিও চ্যাটের মাধ্যমে আদালতে উপস্থিত হন।

চিনে চালু ডিজিটাল আদালত

আদালতের ভাইস প্রেসিডেন্ট ওয়াং জিয়াংকিয়াও রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, 'ইন্টারনেট কোর্ট ভৌগোলিক সীমা অতিক্রম করে কার্যক্রম চালাতে পারে। এতে সময় অনেক বেঁচে যাবে।' বিচার বিভাগের স্বচ্ছতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে ২০১৬ সালে বিদ্যমান আদালতকক্ষের কয়েকটি বিচারকাজ অনলাইনে সম্প্রচার শুরু করা হয়। এ উদ্যোগের সমালোচনা করেন কেউ কেউ।

২০১৬ সালে যখন কয়েকটি বিচারকাজ অনলাইনে সম্প্রচার করা হয়েছিল, তখন মানবাধিকারবিষয়ক আইনজীবী লিয়াং শিয়াজু বিবিসিকে বলেছিলেন, 'আমি মনে করি না কাজটি সঠিক। কারণ, মামলাগুলোর সঙ্গে অনেকেই জড়িত। তাঁরা জনসম্মুখে তাঁদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হোক, এটা চান না।'

English summary
china starts digital courts where artificial intelligence gives verdict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X