For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত মহাসাগরে চিনের গুপ্তচর জাহাজ কী খুঁজছে! আন্দামানের উপকণ্ঠ নিয়ে গোয়েন্দাদের নয়া রিপোর্ট

কাশ্মীর ইস্যুতে যে দক্ষিণ এশিয়ার রাজনীতির উত্তাপের আঁচ বেশ উর্ধ্বমুখী, তা নতুন করে বলার কিছু নেই। কাশ্মীর থেকে ৩৭০ ধারা কেন্দ্র তুলে নিতেই প্রথমে চিনের দ্বারস্থ হয় পাকিস্তান।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর ইস্যুতে যে দক্ষিণ এশিয়ার রাজনীতির উত্তাপের আঁচ বেশ উর্ধ্বমুখী, তা নতুন করে বলার কিছু নেই। কাশ্মীর থেকে ৩৭০ ধারা কেন্দ্র তুলে নিতেই প্রথমে চিনের দ্বারস্থ হয় পাকিস্তান। আর তার জেরেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করে চিন। যদিও তাতে লাভের লাভ কিছু হয়নি। কার্যত আন্তর্জাতিক মহল থেকে কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়া ইস্যুতে খালি হাতে ফিরেছে ইমরন সরকার। এরপর থেকেই ইসলামাবাদ পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে। এমন এক পরিস্থিতিতে ভারত মহাসাগরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে চিনের 'নজরদারি' জাহাজ।

ভারতীয় গোয়েন্দা সূত্রে কোন খবর আসছে!

ভারতীয় গোয়েন্দা সূত্রে কোন খবর আসছে!

ভারতীয় গোয়েন্দাদারে সূত্রে খবর, চিনের তরফে ভারত মহাসাগরে রোজ রোজ 'নজরদারি' চালাতে আসা যাওয়া করছে কয়েকটি জাহাজ। মূলত গোয়েন্দাদের দাবি, ভারত মহাসাগরে ভারতীয় নৌসেনা কিভাবে , কোন গতিবিধিতে চলাফেরা করছে তার সম্পর্কে খোঁজ নিতেই এমন জাহাজ চিন থেকে ভারত মহাসাগর এলাকায় প্রতি নিয়ত ঢুকছে।

 তিয়ানওয়াংশিং জাহাজ নামাল চিন

তিয়ানওয়াংশিং জাহাজ নামাল চিন

এই প্রথমবার চিন নজরদারিমূলক জাহাজ
তিয়ানওয়াংশিং কে সমুদ্রে নামিয়েছে চিন। জানা গিয়েছে , চিনের এই গুপ্তচর জাহাজ ভারতের 'এক্স ক্লুসিভ ইকোনমিক জোন' এ ঢুকে পড়েছিল কয়েকদিন আগে। এছাড়াও চিনের এই গুপ্তচর জাহাজ আন্দামান উপকণ্ঠে ঘোরাফেরা করে বলে খবর।

কেন গুরুত্বপূর্ণ আন্দামান?

কেন গুরুত্বপূর্ণ আন্দামান?

প্রসঙ্গত, ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ 'ট্রই সার্ভিস থিয়েটার কমান্ড' আন্দামানে। আর সেই আন্দামানের পূর্ব উপকূলের দিকেই কয়েকদিন আগে চিনের গুপ্তচর জাহাজ ঘোরাফেরা করতে দেখা যায়। যে জাহাজ এই যুগের অন্যতম আধুনিক সমরাস্ত্রের নামান্তর। ফলে চিনের এই গতিবিধির দিকে রীতিমতো নদর রাখছে ভারত।

English summary
China is allegedly spying on Indian Naval bases in the Indian Ocean Region (IOR) through its advanced surveillance ship in the Andaman and Nicobar Islands, the intelligence agencies have warned.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X