For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গালওয়ান উপত্যকায় উড়ছে চিনের পতাকা, লাদাখ নিয়ে কোন বার্তা দিলেন জিনপিং

গালওয়ান উপত্যকায় উড়ছে চিনের পতাকা, লাদাখ নিয়ে কোন বার্তা দিলেন জিনপিং

Google Oneindia Bengali News

নতুন বছরের শুরুতেই ফের সরগরম লাদাখ। গালওয়ান উপত্যকায় উড়ছে চিনের জাতীয় পতাকা। এই নিয়ে শোরগোল পড়ে গেছে ভারতে। ২০২২ সালের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি এই ভিডিওটি প্রকাশ করে চমকে দিয়েছেন আন্তর্জাতিক মহলকে। ইতিমধ্যেই চিন সীমান্ত নিয়ে নতুন নীতি প্রকাশ করেছে। কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের ১৫টি জায়গার নতুন নামকরণ করে নিজেদের ম্যাপের অন্তর্ভুক্ত করেছে। তারপরেই ভারতের পক্ষ থেকে কড়া বার্তা দিয়ে বলা হয় অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্দ অংশ। এখানে কোনও রকম হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।

গালওয়ানে চিনের পতাকা

গালওয়ানে চিনের পতাকা

লাদাখের বিতর্কিত এলাকা গালওয়ান উপত্যকা। সেখানে উড়ছে চিনের জাতীয় পতাকা। চিনের পক্ষ থেকে বছরের প্রথম দিনেই সেই ভিডিও রিলিজ করা হয়েছে। তারপরেই এক কথায় শোরগোল পড়ে গিয়েছে। চুশূলে ভারতের সঙ্গে চিনের সেনাদের মিষ্টি বিনিময়ও হয়েছে। তাতেই শোরগোল পড়ে গিয়েছে ভারতে। হঠাৎ করে চিনা মিডিয়ায় এই ঘটনা নিেয় ছবি শেয়ার করতেই শোরগোল পড়ে গিয়েছে ভারতে। হঠাৎ করে বেজিং কেন গালওয়ান উপত্যকা নিয়ে এরকম একটি ছবি শেয়ার করছে তাতে নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বিতর্কিত সীমান্ত আইন

বিতর্কিত সীমান্ত আইন

গত ২৩ অক্টোবর নতুন করে সীমান্ত আইন লাগু করেছে বেজিং। তাতে ভারতের একাধিক এলাকা চিন নিজের অংশ বলে দাবি করেছে বলে খবর। কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের ১৫টি এলাকাকে নতুন নাম দিয়ে চিন তার নিজের ম্যাপের অন্তর্ভুক্ত করেছিল। সেই খবর প্রকাশ্যে আসতেই ভারত কড়া বার্তা দেয়। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় ভারতের এক ইঞ্চি জমি কেউ দখল করতে পারবে না। এই নিয়ে এক প্রকার চিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছিল ভারত।

লাদাখ সংকট

লাদাখ সংকট

লাদাখ নিয়ে ২০১৯ সাল থেকেই অশান্তি চলছে চিনের সঙ্গে। লাদাখে সীমান্তে চিনা বাহিনীর আগ্রাসনের প্রবল প্রতিরোধ গড়েছিল ভারত। চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একাধিক ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন। চিনা সেনাও আহত হয়েছিলেন। লাদাখ নিয়ে গত ১ বছর ধরে চিনের সঙ্গে সংঘর্ষ চলছে ভারতের। যদিও আলোচনার মাধ্যমে চলছে সমস্যা সমাধানের চেষ্টা চলছে কিন্তু সমস্যা মেটেনি। দুই দেশই নিজেদের অবস্থানে অনড় রয়েছে।

সীমান্তে সেনা তৎপরতা চিনের

সীমান্তে সেনা তৎপরতা চিনের

লাদাখ সীমান্তে সংঘাত মেটেনি তারই মধ্যে সীমান্তে সেনা তৎপরতা শুরু করে দিয়েছে বেজিং। সীমান্তের একাধির ঘঁটিতে অত্যাধুনিক অস্ত্র এবং সরঞ্জাম মজুত করেছে। প্রবল শীতে সেখানে যাতে চিনা ফৌজের কষ্ট না হয় সেকারণে শরীর গরম রাখার বিশেষ সরঞ্জাম পাঠানো হয়েছে। উচ্চ অবস্থানে কাজ করতে গিয়ে অক্সিজেন সংকট যাতে তৈরি না হয় সেকারণ তাঁদের অক্সিজেন থেরাপিরও ব্যবস্থা করেছে জিনপিং সরকার। এদিকে আবার অরুণাচল প্রদেশের সীমান্তেও তৎপরতা শুরু করে দিয়েছে তারা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
China shows chinese flag at Galwan vally in Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X