For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌পাকিস্তানকে পঙ্গপালের হাত থেকে বাঁচাতে ১ লক্ষ হাঁস পাঠাচ্ছে চিন

‌পাকিস্তানকে পঙ্গপালের হাত থেকে বাঁচাতে ১ লক্ষ হাঁস পাঠাচ্ছে চিন

Google Oneindia Bengali News

একেই বলে মশা মারতে কামান দাগা। বৃহস্পতিবার চিনের এক স্থানীয় সংবাদপত্র থেকে জানা গিয়েছে যে চিন পাকিস্তানকে পঙ্গপালের আক্রমণের মোকাবিলাল জন্য প্রায় একলক্ষ শক্তিশালী হাঁস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

পঙ্গপাল রুখতে হাঁস বাহিনী

পঙ্গপাল রুখতে হাঁস বাহিনী

দ্য নিংগবো ইভিনিং নিউজ থেকে জানা গিয়েছে যে ২০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ বলে অভিহিত হওয়া এই আক্রমণটির প্রতিক্রিয়া সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য চীনা বিশেষজ্ঞদের একটি দল পাকিস্তানে চিনের পূর্ব প্রদেশ ঝেজিয়াং থেকে পদ্ম খাওয়া জলচর পাখির দলকে পাঠানো হবে। চিন যে হাঁসগুলিকে পাঠাবে, তাদের প্রাকৃতিক ডায়েট হল কীট-পতঙ্গ খাওয়া। দু'‌দশক আগে উত্তর-পূর্ব প্রদেশের ঝেজিয়াংয়ে একই ধরনের আক্রমণ প্রতিহত করতে এই হাঁসদের ব্যবহার করা হয়েছিল।

হাঁস ২০০টি পঙ্গপাল খায় রোজ

হাঁস ২০০টি পঙ্গপাল খায় রোজ

ঝেজিয়াং প্রভেনশিয়াল কৃষি প্রযুক্তির গবেষক লু লিঝি জানিয়েছেন, কীটনাশক ব্যবহার করার ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে, সেটা এই হাঁসেদের জন্য হবে না এবং এটা ব্যয়বহুলও নয়। মুরগি সহ অন্য পোলট্রির প্রাণীদের চেয়ে হাঁস অনেক বেশি কাজের। তিনি বলেন, ‘‌হাঁস একটি দলের মধ্যে থাকতে পছন্দ করে, তাই মুরগির চেয়ে এগুলি পরিচালনা করা আরও সহজ। এছাড়াও হাঁস প্রতিদিন ২০০ করে পঙ্গপাল খায়, যা মুরগির তুলনায় অনেকটাই বেশি। মুরগি প্রতিদিন ৭০টি করে পঙ্গপাল খায়। মুরগির চেয়ে হাঁসের তিনগুণ ক্ষমতা রয়েছে।'‌

পঙ্গপালে জর্জরিত পাকিস্তান

পঙ্গপালে জর্জরিত পাকিস্তান

গত বছর পঙ্গপালের ঝাঁক পাকিস্তানকে আক্রমণ করেছিল, যা দেশের তুলা ফসলকে নষ্ট করে দিয়েছিল এবং এ বছর গমের ফসল নষ্ট করছে বলে জানা গিয়েছে। পাকিস্তান এই পঙ্গপালের হামলার জন্য জরুরি অবস্থাও ঘোষণা করেছিল দেশে।

English summary
The legion of lotus-eating waterfowl will be sent from the eastern province of Zhejiang following the earlier dispatch of a team of Chinese experts to Pakistan to advise on a response to the infestation that is being called the worst in 20 years, the Ningbo Evening News said
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X