For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন-চিন বাণিজ্য যুদ্ধের মধ্যেই 'করোনা' নিয়ে ওয়াশিংটনকে দুষল চিন ! শুরু কোন দোষারোপ

  • |
Google Oneindia Bengali News

চিনের সঙ্গে মার্কিন বাণিজ্যের সংঘাত বহু আগের। কার্যত কয়েক মাস ঝরে এই সংঘাতের জেরে বাণিজ্যিক দিক থেকে বিশ্বে বহু 'ক্ষতি'ও দেখা গিয়েছে। চিন-মার্কিন সংঘাতের জেরে সেনসেক্সের চড়াই উতরাই ছাড়াও দেখা দিয়েছে সোনার দামের বৃদ্ধি। এমন পরিস্থিতিতে চিনে আচমকা করোনা ভাইরাসের হানা ঘিরে বিশ্ব জুড়ে আতঙ্ক। জরুরি অবস্থা জারি করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু। এদিকে 'আতঙ্ক' নিয়ে মার্কিন প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে চিন।

 ওয়াশিংটন বনাম বেজিং

ওয়াশিংটন বনাম বেজিং

বেজিং-এর অভিযোগ, করোনা ঘিরে যে সমস্ত আতঙ্কের ঘটনা ঘটছে, তাতে মার্কিন মুলুকই দায়ী। চিনের দাবি, করোনা ভাইরাস ঘিরে জেনে বুঝে আতঙ্ক ছড়াতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। চিনের দাবি, সাহায্য তো দূরের কথা , কোনও মতেই মার্কিন যুক্তরাষ্ট্র এম বিপদের দিনে পাশে নেই চিনের।

 মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর কেন এত ক্ষোভ ?

মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর কেন এত ক্ষোভ ?

প্রসঙ্গত, চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ বহুদিনের। আর তারপরই চিনে এমন করোনা ভাইরাস হানা দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রই প্রথম দেশ যারা চিন থেকে নিজের রাষ্ট্রদূতাবাস কর্মীদের সরিয়ে নেয়। যা বেজিং খুব একটা ভালোভাবে নেয়নি।

 অ্যাপেল- গুগলের অফিস বন্ধ করা

অ্যাপেল- গুগলের অফিস বন্ধ করা

শুধুমাত্র চিন থেকে নিজেরনাগরিকদের তুলেই নিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র,দুটি বড়সড় মার্কিন সংস্থা আপাতত চিনের দপতর বন্ধ রেখেছে। এই দুটি সংস্থা হল অ্যাপেল ও গুগল। যার হেড কোয়ার্টার মার্কিন মুলুক। ফলে স্বভাবতই চিনের ক্ষোভ গিয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর।

চিনে বাড়ছে মৃত্যুর সংখ্যা

চিনে বাড়ছে মৃত্যুর সংখ্যা

নোবেল করোনা ভাইরাসে চিনে মৃত্যুর সংখ্যা ৩৬০ জন। অন্যদিকে ক্রমেই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭,২০০ জন বলে জানিয়েছে চিনের ন্যাশনাল হেলথ কমিশন। করোনা ভাইরাসকে মহামারি ঘোষণার পাশাপাশি চিনের সঙ্গে সীমান্তে থাকা দেশগুলি, তাদের নজরদারি জোরদার করেছে। বাধা দেওয়া হচ্ছে সীমান্ত পেরনোতেও।

English summary
China says US creating fear of Corona Outbreak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X