For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের একের পর এক গবেষক, শিক্ষাবিদকে জেরা আমেরিকায়! পাল্টা হুঁশিয়ারির সুর চড়িয়ে চিন যা জানাল

  • |
Google Oneindia Bengali News

আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট একের পর এক আমেরিকায় নিবাসী চিনা শিক্ষাবিদদের আইনের কাঠগড়ায় তুলছে। প্রসঙ্গত এই শিক্ষাবিদদের নেপথ্যে রয়েছে চিনের লালফৌজ। আর তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছে চিন। ঘটনার জেরে ক্রমেই চড়ছে পারদ।

 চিনের হুমকির সুর চড়ল

চিনের হুমকির সুর চড়ল

চিনের সরকার সাফ ভাষায় আমোরিকাকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আমেরিকার বুকে একের পর এক চিনা শিক্ষাবিদ, পড়ুয়াদের জেরা যদি বন্ধ না হয়, তাহলে চিনের বুকে আমেরিকার ছাত্র বা শিক্ষা বিদদের সঙ্গেও একই কাজ করবে চিন। চিনে বসবাসকারী আমেরিকার শিক্ষাবিদ ও গবেষকদের চাইলেই চিন ডিটেনশনে নিয়ে যাবে বলেও হুমকি দিয়েছে।

 নেপথ্যে চিনা ফৌজ ও আমেরিকার পাল্টা চাপ

নেপথ্যে চিনা ফৌজ ও আমেরিকার পাল্টা চাপ

আমেরিকায় বিভিন্ন তদন্ত কারী দল, যে সমস্ত চিনা শিক্ষাবিদকে জেরা করছে ,তাঁদের সঙ্গে চিনের পিপলস লিবারেশন আর্মির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আর তার ভিত্তিতেই চলছে বহু দরনের বিষয় সম্পর্কে জেরা। এদিকে, চিনে আমেরিকান নাগরিকদের যেতে নিষেধাজ্ঞা জারি করে আমেরিকার দাবি, চিন অন্যায়ভাবে সেদেশে আমেরিকানদের ডিটেনশনে রাখছে। আর বিদেশী নাগরিকদের থেকে বিভিন্ন উদ্দেশে দরকষাকষি চালাচ্ছে।

 মার্কিনি প্রযুক্তি চুরি ও চিন

মার্কিনি প্রযুক্তি চুরি ও চিন

এদিকে, ট্রাম্প প্রশসন বারবার দাবি তুলছে, যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তি ও তথ্য পাটার করা হচ্ছে। এছাড়াও মার্কিন সেনা সংক্রান্ত বিভিন্ন তথ্য চুরি করা হচ্ছে বলেও তাদের দাবি। ঐর সেই সংক্রান্ত ক্ষেত্রেই চিনা নাগরিক তথা ছাত্র ও শিক্ষাবিদদের পর পর জেরা করে আইনের রাস্তায় নিয়ে যাচ্ছে আমেরিকা।

 কমিউনিস্ট পার্টি ও চিন

কমিউনিস্ট পার্টি ও চিন

আমেরিকা সাফ জানিয়েছে, যে সমস্ত চিনা শিক্ষাবিদ আমেরিকায় চিনের সেনা বা কমিউনিস্ট পার্টির উদ্দেশ্য সাধনের লক্ষ্য ছাড়া আসবেন, তাদের স্বাগত জানাবে চ্রাম্প প্রশাসন। তবে দেশের ক্ষতি কোনও মতেই বরদাস্ত করবে না আমেরিকা।

English summary
China says they may detain US citizens in response to prosecution of Chinese scholars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X