For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী! করোনা ভাইরাস কাটলেই বাড়বে নতুন উচ্চতা, জানাল চিন

ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী! করোনা ভাইরাস কাটলেই বাড়বে নতুন উচ্চতা, জানাল চিন

  • |
Google Oneindia Bengali News

চিন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০ বছর পূর্তি। ভারত ও চিন বেশ কিছু পরিকল্পনা করেছিল এই ৭০ বছর পূর্তির জন্য। কিন্তু সব কিছুতেই বাধা দিয়েছে করোনা ভাইরাস। কিন্তু ড্রাগন আর হাতির মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। এই সম্পর্ক একচা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে যাবে বলেও মনে করেছেন চিনের এক আধিকারিক।

চিনের সঙ্গে স্বাধীন ভারতের সম্পর্ক শুরু ১ এপ্রিল, ১৯৫০

চিনের সঙ্গে স্বাধীন ভারতের সম্পর্ক শুরু ১ এপ্রিল, ১৯৫০

চিনের সঙ্গে স্বাধীন ভারতের সম্পর্ক শুরু ১৯৫০-এর ১ এপ্রিল। এশিয়ার প্রথম অকমিউনিস্ট দেশ হিসেবে ভারত পিপলস রিপাবলিক অফ চায়নার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করে।

চিনের অভিনন্দন

চিনের অভিনন্দন

চিন এই দ্বিপাক্ষিক সম্পর্কের সত্তর বছর পূর্তিকে অভিনন্দন জানিয়েছে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপত্র হুয়া চুয়িং বেজিং-এ বলেছেন কনগ্রেচুলেশনস। তিনি আরও বলেছেন, দুদেশের প্রধানরা ধন্যবাদসূচক বার্তা আদানপ্রদান করেছেন।

৭০ বছরের কূটনৈতিক সম্পর্কের জন্য বিভিন্ন পরিকল্পনা

৭০ বছরের কূটনৈতিক সম্পর্কের জন্য বিভিন্ন পরিকল্পনা

দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পালনের জন্য আগে থেকে বিভিন্ন পরিকল্পনা করা হয়েছিল। যা নিয়ে অক্টোবরে ভারত সফরত চিনের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর আলোচনাও হয়েছিল। যার মধ্যে ছিল সাংস্কৃতি, ধর্মীয়, বাণিজ্য বৃদ্ধি নিয়ে বছরভর নানা পরিকল্পনা। ছিল সামরিক আদানপ্রদানের পরিকল্পনাও।

করোনা ভাইরাসের ধাক্কায় সব কিছুই বাতিল

করোনা ভাইরাসের ধাক্কায় সব কিছুই বাতিল

কিন্তু করোনা ভাইরাসের ধাক্কায় সব কিছুই বাতিল করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা প্রায় ৪২ হাজার।

দুদেশের বাণিজ্য দিনের পর দিন বাড়ছে

দুদেশের বাণিজ্য দিনের পর দিন বাড়ছে

বর্তমান পরিস্থিতিতে চিন ও ভারত একে অপরের মূল ব্যবসায়িক অংশীদার। ২০১৯-এ দ্বিপাক্ষিক বাণিজ্য পৌঁছে গিয়েছিল ৯০.১ বিলিয়ন ডলারে। এর মধ্যে উল্লেখযোগ্য হল চিনের সংস্থা সাওমির রেডমি স্মার্টফোন ভারতের বাজারে সর্বোচ্চস্থানে রয়েছে। অন্যদিকে থ্রি ইডিয়টস এবং দঙ্গলের মতো চলচ্চিত্র চিনের ব্যাপক জনপ্রিয়।

English summary
China says rtelationship with India can scale new hights after Coronavirus pandemic. On April 1, 1950, India, became first non communist country in Asia to establish diplomatic relations with the People's Republic of China.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X