For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অফিসেই বিছানা পাতা! বসকে জানিয়ে নাক ডেকে ঘুমাতে পারেন কর্মীরা!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেজিং, ১২ মে : এই প্রতিবেদনটি পড়ার পরে দাই জিয়াংয়ের (৪০) মতো বস-ই পেতে চাইবেন সমস্ত কর্মজীবী মানুষ। কারণ জিয়াংয়ের মতো বস আগে দেখেনি কেউ। [চিনে খোঁজ মিলল ১৩০০ বছর পুরনো গাছের]

নিজে ১৫ বছর চাকরি করেছেন ইঞ্জিনিয়ার হিসাবে। সেইসময়ে কর্মী হিসাবে নানা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। অফিসে একটানা ৭২ ঘণ্টার শিফটে কাজ করতে হয়েছে। মাঝে মাঝে ক্লান্তিতে চোখ বুজে এসেছে। নিজের জায়গায় বসে ঢুলুনিও খেয়েছেন। [এক ব্যক্তির কান থেকে বেরল ২৬টি আরশোলা]

অফিসেই বিছানা পাতা! বসকে জানিয়ে ঘুমাতে পারেন কর্মীরা!

একইসঙ্গে বসের তিরস্কারও হজম করতে হয়েছে জিয়াংকে। এরপরে নিজে বস হিসাবে অফিস চালু করলেও নিজের কর্মজীবনের দিনগুলি ভুলে যাননি তিনি। ফলে গতবছর নিজের ক্লাউড কম্পিউটিং ফার্ম চালু করে সেখানে অদ্ভুত নিয়ম চালু করেছেন জিয়াং। [যাবজ্জীবনের সাজা এড়াতে ১০ বছরে ১৩ বার গর্ভবতী]

নিজের অফিসের কোনায় কোনায় মোট ১২টি বিছানা সাজিয়ে রেখেছেন তিনি। উদ্দেশ্য, কর্মীরা যাতে দিনের মধ্যেও কাজের ফাঁকে খানিক বিশ্রাম নিয়ে নিতে পারেন। আর এতে সম্পূর্ণ সম্মতি রয়েছে দাই জিয়াংয়ের। [ ক্যামেরার ফ্ল্যাশে দৃষ্টিহীন হল তিন মাসের শিশু]

চিনে প্রযুক্তি ক্ষেত্রে কর্মীদের প্রচুর বাধা পেরতে হয়। অনেক বেশি সময় অফিসে কাটাতে হয়। অনেক সময়ে সারা সপ্তাহ কর্মীরা বাড়িমুখো হন না। ফলে তাদের ক্লান্তি দূর করতে ও কর্মক্ষমতা ফেরাতে জিয়াংয়ের এই দাওয়াই বেশ মনে ধরেছে কর্মীদের। এখন দেখার জিয়াংয়ের দেখাদেখি অন্য কোনও অফিস এই নিয়ম অনুসরণ করে কিনা।

English summary
China's Techies Sleep On The Job, With The Boss's Blessing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X