For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব ছাড়িয়ে মহাকাশেও ক্ষমতার আগ্রাসনে চিনের সেনা! যুদ্ধবিদ্য়ার কোন সীমা অতিক্রম করল বেজিং

বিশ্ব ছাড়িয়ে মহাকাশেও ক্ষমতার আগ্রাসনে চিনের সেনা! যুদ্ধবিদ্য়ার কোন সীমা অতিক্রম করল বেজিং

  • |
Google Oneindia Bengali News

শুধু বিশ্বের ভূখণ্ডে পা রাখাই নয়, চিন এবার মাটি ছাড়িয়ে অন্তরীক্ষেও আগ্রাসী আস্ফালন দেখাতে প্রস্তুতি নিচ্ছে। তাদের যুদ্ধনীতির নতুন ধাঁচ এবার এক নয়া বিদ্যা যোগ হচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক, চিন কোন যুদ্ধবিদ্যায় ভর করে এগিয়ে যাচ্ছে।

মহাকাশ দখলে চিন সেনা

মহাকাশ দখলে চিন সেনা

২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে একাধিক মহাকাশ যান ও মহাকাশ সমরাস্ত্র নিয়ে তোড়জোড় চালিয়েছে চিনের সেনা। ৪০ টির মধ্যে ২২ টি স্পেস ভেহিক্যাল চিন ইতিমধ্যেই উৎক্ষেপণ করেছে।

 চিন যেটা ফাঁস করতে চায়না..

চিন যেটা ফাঁস করতে চায়না..

উল্লেখ্য, ৮ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে চিন যে মহাকাশ অভিযানের একাধিক প্রযুক্তি ও সমরাস্ত্র মিশিয়ে দিচ্ছে, তা নিয়ে অনেক তথ্য়ই চিন বাইরে আসতে দিচ্ছে না। এই তথ্যাদির মধ্যে অন্যতম হল , চিনের মহাকাশ গবেষণা ও মহাকাশ যানের উৎক্ষেপণের নেপথ্য রয়েছে চিনের সেনা। আর সেনার মদতেই এবার অন্তরীক্ষে প্রতিরক্ষার দাপট দেখাতে চাইছে বেজিং।

বেইডুয়ো স্যাটেলাইট ও চিন শক্তি

বেইডুয়ো স্যাটেলাইট ও চিন শক্তি

উল্লেখ্য, বহু বিশেষজ্ঞের দাবি, চিন মনে করে যে সামরিক পেশীশক্তির হাত ধরেই রাষ্ট্রশক্তি বজায় থাকে। বর্হিবিশ্বেও যাবতীয় নীতিকে অধীনে রাখে সামরিক শক্তি। আর সেই শকতিতে ভর করে চিনের বেইডুয়ো স্যাটেলাইট মহাকাশে দাপট দেখাচ্ছে। ৩০ টি এমন স্যাটেলাইট মহাকাশ থেকে চিনকে বহু গোপন লোকেশন সম্পর্কে যেমন খোঁজ পাঠায় , তেমনই শর্ট মেজেস সিস্টেণ ও ব়্যাপিড পজিশনিং সম্পর্কেও তথ্য দেয়।

 কেন স্পেশ মিশন প্রয়োজন চিন সেনার?

কেন স্পেশ মিশন প্রয়োজন চিন সেনার?

সোজা কথায় বলতে গেলে, শত্রুপক্ষের গোপন লোকেশন, পিএনসি সার্ভিস, সমস্ত কিছুই যুদ্ধের ক্ষেত্রে প্রয়োজন হয়। আর এই সমস্ত বহু গোপন সার্ভেইলেন্স চালানোর একমাত্র উপায় স্যাটেলাইট। যার জন্য প্রয়োজন স্পেশ মিশন। আর তার হাত ধরে চিন যুদ্ধনীতিতে বিশ্বে বড়সড় 'তাণ্ডব' আনতে চাইছে।

 ইলেকট্রনিক ওয়ারফেয়ার

ইলেকট্রনিক ওয়ারফেয়ার

চিনের কেন্দ্রীয় সেনা চাইছে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের হাত ধরে যাবতীয় প্রয়োজনীয় ডেটা নিজের ঘরে তুলতে। যার জন্য উন্নত প্রযুক্তির স্পেশ মিশন প্রয়োজন। স্পেস নির্ভর বহু অ্যাসেটকে চিন নিশানায় রাখার মতো ক্ষমতা ধীরে ধীরে বাড়িয়ে যাচ্ছে। ফলে আগামীর যুদ্ধে তারা ভুখণ্ডের লড়াই ন, মহাকাশের লড়াইয়ে দখলদারি জিতে নিয়তে চাইছে।

ভারতীয় রাজনীতির চাণক্য থেকে কর্তব্যনিষ্ঠায় অবিচল মিস্টার ডিপেন্ডেবল প্রণবভারতীয় রাজনীতির চাণক্য থেকে কর্তব্যনিষ্ঠায় অবিচল মিস্টার ডিপেন্ডেবল প্রণব

English summary
China's new Military power targets to gain power in space
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X