For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঙ্গলে প্রাণ খুঁজতে কঠিন প্রচেষ্টা, রোভার দিয়ে গভীর খননের পরিকল্পনা পৃথিবীতে বসেই

মঙ্গলে প্রাণ খুঁজতে কঠিন প্রচেষ্টা, রোভার দিয়ে গভীর খননের পরিকল্পনা পৃথিবীতে বসেই

Google Oneindia Bengali News

মঙ্গলে কি প্রাণ আছে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। এবার এই কৌতুহলের বশবর্তী হয়ে মঙ্গলে প্রাণ খুঁজতে অধ্যবসায়কে সম্বল করল চিন। পৃথিবীতে বসে মঙ্গলে রোভার বসিয়ে প্রাণ খুঁজতে খনন কার্যের পরিকল্পনা করলেন চিনের বিজ্ঞানীরা। প্রাচীন ব্যাকটেরিয়ার জীবন খুঁজতে গিয়ে মঙ্গলে গভীর খননের কঠিন পরীক্ষার সঙ্কল্প নিলেন তাঁরা।

মঙ্গলে জীবনের সন্ধান পেতে নয়া পরিকল্পনা

মঙ্গলে জীবনের সন্ধান পেতে নয়া পরিকল্পনা

চিনের ঝুরং রোভার প্রাচীন ব্যাকটেরিয়ার জীবনের চিহ্ন খুঁজতে পাঠানো হয়েছিল মঙ্গলের মাটিতে। এরপর চিনের নতুন গবেষণা ইঙ্গিত দিয়েছে মঙ্গলে জীবনের সন্ধান পেতে কঠোর পরিশ্রম করতে হবে। মঙ্গলে জীবনের সন্ধান পেতে বা জীবনের লক্ষণকে খুঁজে পেতে কমপক্ষে ৬.৬ ফুট গভীর খনন করতে হবে।

মঙ্গলে অ্যামিনো অ্যাসিড পেতে আরও গভীরে খনন

মঙ্গলে অ্যামিনো অ্যাসিড পেতে আরও গভীরে খনন

চিনের বিজ্ঞানীদের ধারণা, মহাকাশের বিকিরণে ভূপৃষ্ঠের অ্যামিনো অ্যাসিডের মতো ছোট অনুগুলি ক্ষয়প্রাপ্ত হয়। ফলে মঙ্গলে অ্যামিনো অ্যাসিড পেতে আরও গভীরে যেতে হবে। মঙ্গলে অ্যামিনো অ্যাসিড মিললে মনে করা যেতে পারে এখানে জীবনের চিহ্ন ছিল। তার সন্ধানেই এবার কঠিন পরিশ্রমে ব্রতী হতে চলেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

মার্স রোভার মিশনগুলির প্রায় দুই ইঞ্চি গভীরে অনুসন্ধান

মার্স রোভার মিশনগুলির প্রায় দুই ইঞ্চি গভীরে অনুসন্ধান

চিনের বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যে সিদ্ধান্ত উপনীত হয়েছে, তাতে স্পষ্ট যে মঙ্গল পৃষ্ঠে থাকা অ্যামিনো অ্যাসিডগুলি মহাজাগতিক রশ্মির দ্বারা ধ্বংস হয়ে যায়। বর্তমানে মার্স রোভার মিশনগুলি প্রায় দুই ইঞ্চি পর্যন্ত ড্রিল করে অ্যামিনো অ্যাসিডের সন্ধান প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এই গভীরতায় অ্যামিনো অ্যাসিড সম্পূর্ণরূপে ধ্বংস করতে সময় লাগবে ২০ মিলিয়ন বছর।

আরও গভীরে গিয়ে যদি অ্যামিনো অ্যাসিডের সন্ধান মেলে

আরও গভীরে গিয়ে যদি অ্যামিনো অ্যাসিডের সন্ধান মেলে

এই অবস্থায় বিজ্ঞানীরা নতুন এক অনুসন্ধান প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করেছে। আরও গভীরে গিয়ে যদি অ্যামিনো অ্যাসিডের সন্ধান পাওয়া যায়, তবে সেই পরিকল্পনামাফিক এগিয়ে যেতে হবে। পৃথিবীর পুরু বায়ুমণ্ডল ও গ্লোবাল ম্যাগনেটিক ফিল্ড মহাজাগতিক রশ্মি থেকে পৃষ্ঠকে রক্ষা করে। মঙ্গলের এই বৈশিষ্ট্যগুলি অমিল। ফলে অ্যামিনো অ্যাসিড ধ্বংস হয়ে যায়।

অ্যামিনো অ্যাসিড মেশানো সিলিকা মঙ্গলগ্রহের মাটিতে

অ্যামিনো অ্যাসিড মেশানো সিলিকা মঙ্গলগ্রহের মাটিতে

বিজ্ঞানীরা অ্যামিনো অ্যাসিডের মতো জৈব অণু খুঁজে পেতে মঙ্গল গ্রহের শিলা পরীক্ষা করে। এভাবেই প্রাচীন মঙ্গলগ্রহের জীবনের প্রমাণ খুঁজছেন বিজ্ঞানীরা। তাঁরা বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড মেশানো সিলিকা মঙ্গলগ্রহের মাটিতে পাঠিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন। দেখা গিয়েছে, মঙ্গলগ্রহের পৃষ্ঠে সেটি সবথেকে বেশি উষ্ণ।

মঙ্গলে পাওয়া যায়নি, মঙ্গল গ্রহের উল্কাপিণ্ডে অ্যামিনো অ্যাসিড

মঙ্গলে পাওয়া যায়নি, মঙ্গল গ্রহের উল্কাপিণ্ডে অ্যামিনো অ্যাসিড

বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন, নমুনাগুলি বিভিন্নস্তরের গামা বিকিরণের সঙ্গে বিস্ফোরিত হয়েছিল, যা মঙ্গল গ্রহে ৪০ মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে থাকতে পারে। যদিও অ্যামিনো অ্যাসিড এখনও মঙ্গলে পাওয়া যায়নি, তবে মঙ্গল গ্রহ থেকে পাওয়া উল্কাপিণ্ডে তা পাওয়া গিয়েছে। নাসাও এ ব্যাপারে যথেষ্ট কৌতুহলী। কৌতুহলী চিনের বিজ্ঞানীরা। মঙ্গলে জীবন খুঁজতে তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে।

এক ছবিতে এক হাজারেরও বেশি ছায়াপথ, কামাল দেখাল জেমস ওয়েব টেলিস্কোপএক ছবিতে এক হাজারেরও বেশি ছায়াপথ, কামাল দেখাল জেমস ওয়েব টেলিস্কোপ

English summary
China’s astronomers plan to dig deeper to find life Mars to send rovers from Earth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X