For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরম চিন-পাকিস্তান, মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা করতে পারে রাষ্ট্রসঙ্ঘ

নরম চিন-পাকিস্তান, মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা করতে পারে রাষ্ট্রসঙ্ঘ।

  • |
Google Oneindia Bengali News

চিন সুর নরম করতেই মোস্ট ওয়ান্টেড মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা করার তোড়জোড় শুরু করেছে রাষ্ট্রসঙ্ঘ। সম্ভবত আজই তাকে নিষিদ্ধ করা হতে পারে। মাসুদের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদকেও নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে বলেও সূত্রের খবর। অন্যদিকে, রাষ্ট্রসঙ্ঘ মাসুদ আজহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হলে তাকে আটক করা হবে বলে চাপে পড়ে আশ্বাস দিয়েছে পাকিস্তানও। আর তা হলে ভোটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বড় কূটনৈতিক জয় হবে বলেই রাজনৈতিক মহলের দাবি।

১৩ মার্চের বৈঠক

১৩ মার্চের বৈঠক

মাসুদ আজহারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সম্ভবত আজই বৈঠকে বসছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ বিরোধী নীতি নির্ধারণ সংক্রান্ত ১২৬৭ কমিটি। পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদের মাথা মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণার জন্য ১৩ মার্চ রাষ্ট্রসঙ্ঘে একযোগে প্রস্তাব দিয়েছিল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। কিন্তু ‘পদ্ধতিগত ত্রুটি'র অভিযোগ তুলে তখন সেই প্রস্তাবে ভেটো দিয়েছিল চিন। ফলে সেবারও মাসুদ আজাহারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হয়েছিল রাষ্ট্রসঙ্ঘ।

চিনের ভোলবদল

চিনের ভোলবদল

সে বিষয়ে ফের অনুষ্ঠিত হতে চলা বৈঠকে, ১৩ মার্চে তোলা ‘পদ্ধতিগত ত্রুটি'র অভিযোগ তুলে নেওয়ার আশ্বাস দেয় চিনের বিদেশ মন্ত্রক। ব্রিটেন ও ফ্রান্সের কূটনৈতিক চাপে পড়েই চিনের এই ভোলবদল বলে কূটনৈতিক মহলে জল্পনা তৈরি হলেও, প্রস্তাব আটকে দেওয়ার রাস্তাও কিন্তু খোলা রেখেছে বেজিং। তাদের দাবি, আলোচনা ও অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে মাসুদ আজহার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হোক। সব পক্ষের যৌথ প্রচেষ্টায় এই বিতর্কের সুষ্ঠু সমাধান সম্ভব বলেও মনে করে চিন। কূটনৈতিক চাপে পড়ে মাসুদ নিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে ইসলামাবাদও।

নরেন্দ্র মোদীর জয়

নরেন্দ্র মোদীর জয়

অন্যদিকে, রাষ্ট্রসঙ্ঘ মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা করলে ভোটের মধ্যেই পাকিস্তানকে মাত দেওয়ার পাশাপাশি বিরোধীদের সোজা ব্যাটে ছয় হাঁকানোরও মোক্ষম সুযোগ পেয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এখন বিজেপি সেই সুযোগকে কীভাবে কাজে লাগায়, সেটাই দেখার।

English summary
China ready to relent, UN may designate Masood as global terrorist
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X