For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩২ মাস পর প্রথম বিদেশ সফরে চিনা প্রেসিডেন্ট, পুতিনের সঙ্গে বৈঠক জিনপিংয়ের

করোনা মহামারীর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।

Google Oneindia Bengali News

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং দেশের বাইরে যাননি। সোমবার বেজিং নিশ্চিত করেছে, গত ৩২ মাসের মধ্যে প্রথমবারের জন্য শি জিনপিং সংহাই করপোরেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে দেশের বাইরে বের হবেন। তিনি মধ্য এশিয়ার যাবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

চিনের শূন্য কোভিড নীতি

চিনের শূন্য কোভিড নীতি

২০২০ সালের জানুয়ারি মাসে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং শেষবারের জন্য বিদেশ সফরে গিয়েছিলেন। তিনি মায়ানমার সফরে যান। ২০১৯ সালের ডিসেম্বর থেকে চিনের উহান প্রদেশে করোনা ভাইরাসের প্রকোপ দেখতে পাওয়া যায়। ক্রমেই তা সারা দেশে পাশাপাশি বিশ্বের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ে। চিন তাদের আন্তর্জাতিক সীমানা বন্ধ করে দেয়। চিন করোনা মোকাবিলায় শূন্য কোভিড নীতি গ্রহণ করেছে। এখনও তা বর্তমান। যার জেরে চিনা সরকার বা শি জিনপিং সমালোচনার শিকার হয়েছেন, বাণিজ্যিক দিক থেকে চিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও শি জিনপিং শূন্য কোভিড নীতি থেকে নিজেদের অবস্থান সরিয়ে আনেনি।

জিনপিংয়ের বিদেশ সফর

জিনপিংয়ের বিদেশ সফর

বিশ্বজুড়ে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসার পরে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং জুলাই মাসের শুরুর দিকে ম্যাকাও ও হংকং গিয়েছিলেন। যদিও সেখানে নির্দিষ্ট কিছু ব্যক্তি বা আধিকারিকের সঙ্গে দেখা করেছিলেন।বৈঠক করেছিলেন। ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে তিনি ফের মূল ভূখণ্ডে ফিরে এসেছিলেন। গত ৩২ মাস ধরে বিভিন্ন বৈঠকে বা সম্মেলনে চিনা প্রেসিডেন্ট ভার্চুয়ালি অংশগ্রহণ করেছিলেন। তবে সোমবার বেজিং নিশ্চিত করে কাজাখস্তানে যাবেন জিনপিং। পাশাপাশি তিনি উজবেকিস্তানের সমরকন্দ শহরে এসসিও সম্মেলনে অংশগ্রহণ করবেন। চিনা ও রুশ কূটনীতিকরা উজবেকিস্তানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক নিশ্চিত করেছে।

এসসিও সম্মেলনে শি জিনপিং

এসসিও সম্মেলনে শি জিনপিং

চিনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং এসসিও-এর সম্মেলনে যোগ দেবেন। তিনি ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর কাজাখস্তান ও উজবেকিস্তান সফরে যাবেন। শি জিনপিং একমাত্র জি-২০ নেতা, যিনি করোনা মহামারীর পর কোনও বিদেশ সফর করেননি। এমনকী, কোনও বিদেশি নেতার সঙ্গে সাক্ষাৎ করেননি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কঠোর করোনা বিধি মানার পর চিনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছিলেন ফেব্রুয়ারিতে।

রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

ইউক্রেনের সামরিক অভিযানের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবার বৈঠক করবেন শি জিনপিং। ইউক্রেনে সামরিক অভিযানের পর রাশিয়ার বিরোধিতা পশ্চিমি দেশগুলো করলেও চিনা বরাবর সমর্থন করে গিয়েছে। এই বৈঠক পশ্চিমি দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া ও চিনের ঐক্য ও শক্তি প্রদর্শন করবে বলে মনে করা হচ্ছে। এসসিও সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ গ্রহণ করছেন। তবে নরেন্দ্র মোদী ও শি জিনপিং পৃথকভাবে কোনও বৈঠক করবেন কি না, সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

English summary
After 32 months China President will visit first foreign trip to attend SCO summit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X