For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের সঙ্গে পেরে না উঠে এবার তাইওয়ানে হামলার প্রস্তুতি বেজিংয়ের! দক্ষিণ চিন সাগরে চরম উত্তেজনা

Google Oneindia Bengali News

লাদাখে ভারতের সঙ্গে পেরে না উঠে পিছু হটতে বাধ্য হয়েছে চিন। এই আবহে এবার নিজেদের দকলদারির খিদে মেটাতে তাইওযানের উপর হামলা চালানো পরিকল্পনা করছে চিন। বুধবার সাংবাদিকদের এমনটাই দাবি করলেন তাইওয়ানের বিদেশমন্ত্রী জোসেফ উ। প্রসঙ্গত, গতকালই চিনা সেনা তাইওয়ানের খুব কাছেই মহড়া দেয়। তাপরই সরব হয় তাইওয়ান।

কী বলেন তাইওয়ানের মন্ত্রী?

কী বলেন তাইওয়ানের মন্ত্রী?

এদিন জোসেফ বলেন, 'গত কয়েক মাস ধরে এ অঞ্চলে সামরিক হুমকি বাড়িয়ে চলেছে চিন। তারা তাইওয়ান দখলে নেওয়ার পরিকল্পনা জোরদার করছে। দীর্ঘমেয়াদি প্রবণতা লক্ষ করলে দেখা যাবে, চিন ধীরে ধীরে তার সামরিক প্রস্তুতি বাড়িয়ে তুলছে। বিশেষত তাইওয়ানের নিকটবর্তী পানিসীমা ও আকাশসীমায় তারা এ কাজ করে চলছে। তাদের দিক থেকে হুমকি বেড়েই চলছে।'

চিন-তাইওয়ান বিরোধের সূত্রপাত

চিন-তাইওয়ান বিরোধের সূত্রপাত

চিন-তাইওয়ান বিরোধের সূত্রপাত ১৯২৭ সালে। ওই সময়ে চিনজুড়ে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ। ১৯৪৯ সালে মাও জে দংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট বিপ্লবীরা জাতীয়তাবাদী সরকারকে উৎখাতের মধ্য দিয়ে এ গৃহযুদ্ধের অবসান ঘটায়। জাতীয়তাবাদী নেতারা পালিয়ে তাইওয়ান যান। এখনও তারাই তাইওয়ান নিয়ন্ত্রণ করে। তাইওয়ানভিত্তিক সরকার দাবি করে, চিন কমিউনিস্ট বিপ্লবীদের দ্বারা অবৈধভাবে দখল হয়েছে। আর বেজিংভিত্তিক চিনা সরকার তাইওয়ানকে বিচ্ছিন্নতাকামী প্রদেশ হিসেবে বিবেচনা করে। বর্তমানে তাইওয়ানকে চিনের স্বশাসিত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট চিনবিরোধীর

তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট চিনবিরোধীর

২০২০ সালের মে মাসে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন চিনবিরোধী নেতা সাই ইং ওয়েন। তাঁর শপথগ্রহণের পর চিনের তাইওয়ান বিষয়ক দফতরের মুখপাত্র ম্যা জিয়াওগুয়াং বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পর্যাপ্ত সক্ষমতা চিনের রয়েছে। বেজিং কখনওই কোনও বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম বা চিনের অভ্যন্তরীণ রাজনীতিতে বাইরের শক্তির হস্তক্ষেপ সহ্য করবে না।

দক্ষিণ চিন সাগরে চলছে যুক্তরাষ্ট্র ও চিন

দক্ষিণ চিন সাগরে চলছে যুক্তরাষ্ট্র ও চিন

দক্ষিণ চিন সাগরে চলছে যুক্তরাষ্ট্রের অবরোধ আর চিনের বর্ধিঞ্চু সামরিক শক্তি প্রদর্শন। এরই মধ্যে আমেরিকার এই পদক্ষেপে তাইওয়ানকে নিজেদের ভূ-সীমানার অংশ দাবি করা চিন ক্ষুব্ধ হয়েছে। ব্যস্ত আন্তর্জাতিক জলপথের অংশ তাইওয়ানের এই প্রণালি। এই বিষয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য, প্রয়োজনের তাগিদে যেকোনও দেশের জাহাজ এখানে প্রবেশ করতে পারে।

<strong>তেলে-বেগুনে জ্বলে উঠল চিন! আমেরিকায় দূতাবাস বন্ধের নির্দেশ হজম করতে পারছে না বেজিং</strong>তেলে-বেগুনে জ্বলে উঠল চিন! আমেরিকায় দূতাবাস বন্ধের নির্দেশ হজম করতে পারছে না বেজিং

English summary
China preparing to attack on Taiwan as PLA conducts wargames alleges Foreign minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X