For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব মঞ্চে ভারতের বিরুদ্ধে বড় প্যাঁচ কষার চেষ্টায় চিন!পাকিস্তানে হামলা নিয়ে রাষ্ট্রসংঘে কী ঘটেছে

বিশ্ব মঞ্চে ভারতের বিরুদ্ধে বড় প্যাঁচ কষার চেষ্টায় চিন!পাকিস্তানে হামলা নিয়ে রাষ্ট্রসংঘে কী ঘটেছে

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানে কয়েকদিন আগেই স্টক এক্সচেঞ্জে ভয়াবহ হামলা হয়েছে। ঘটনায় ১৯ জনের মৃত্যুর খবর এসেছে। হামলার নেপথ্যে বালোচিস্তান লিবারেশন আর্মির হাত থাকার কথাও জানা গিয়েছে। এরপরই পাকিস্তান পুরোনো সুরে দাবি করতে থাকে, বালোচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে ভারতের যোগ রয়েছে, ফলে হামলার নেপথ্যে ভারত রয়েছে। আর সেই মর্মে এই হামলা নিয়ে রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানের বক্তব্যকে ভারতের বিরুদ্ধে তুরুপের তাস করে নয়া খেলায় মেতে উঠেছে।

চিন কীভাবে গেমপ্ল্যান ধরে চলছে?

চিন কীভাবে গেমপ্ল্যান ধরে চলছে?

পাকিস্তানের করাচিতে স্টক এক্সচেঞ্জে হামলার ঘটনায় ইসলামাবাদ যে দিল্লির বিরুদ্ধে আঙুল তুলেছে, তাতে খুশি নয় বিশ্বের বহু দেশ। আর সেই অখুশির বার্তা আঁচ করে চিন। এরপর এই হামলা সংক্রান্ত রিপোর্ট রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের 'প্রোপোসার' এর কাছে যেতে দেরি হয়। যাতে বেশি সময় নিয়ে 'অখুশি' দেশগুলি নিজের বক্তব্য পাল্টে দেওয়ার কথা ভাবে তার জন্য চিন চেষ্টা করলেও, তাতে লাভের লাভ হয়নি। ফলে পরিষদের সদস্যদের বক্তব্য আসতেই থাকায় দেরিতে রিপোর্ট যায় প্রোপোজারের কাছে।

ইউএনএসসি স্টেটমেন্ড কেন দেরিতে এল?

ইউএনএসসি স্টেটমেন্ড কেন দেরিতে এল?

ইউএনএসসি বা রাষ্ট্রসংগের নিরাপত্তা পরিষদ সাধারণত বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া নাশকতার ঘটনা নিয়ে নিজের বক্তব্য পেশ করে। তবে পাকিস্তানের ঘটনায় সেই বক্তব্য প্রকাশ করতে এবার অনেকটাই দেরি করেছে ইউএনএসসি। উল্লেখ্য , এই ইউএনএসসি-র মসনদে চিনের প্রতিনিধি সমর্থিত ব্যক্তি রয়েছেন। ফলে এই কাজে অনেকটাই মাইলেজ পেয়েছে চিন। আর এই দেরির নেপথ্যে ছিল চিনের পাকিস্তান প্রীতি। পাকিস্তানের ভারতের বিরুদ্ধে অভিযোগকেই রাষ্ট্রসংঘের অফিশিয়াল বার্তায় তুলে ধরার চেষ্টায় ছিল বেজিং। যা করতে দেয়নি বাকি দেশগুলি। ফলে বক্তব্য প্রকাশ্যে আসতে দেরি হয়।

 চিন ও পাকিস্তানের আঁতাত

চিন ও পাকিস্তানের আঁতাত

চিন ও পাকিস্তানের মধ্যে যে আঁতাত বহুদিনের তা এশিয়ার রাজনীতিতে বহু পুরনো তথ্য। আর সেই আঁতাতকে কার্যকর করে লাদাখ সীমান্তে চিনের সঙ্গে যোগসাজোস বাড়িয়ে যাচ্ছে পাকিস্তান। এদিকে, রাষ্ট্রসংঘের মঞ্চেও ভারতের দুই শত্রুপক্ষ দেশ একইভাবে বিরুদ্ধাচারণ করছে ভারতের। আর সাম্প্রতিক করাচি স্টক এক্সচেঞ্জে হামলা অনেকটাই দুটি দেশকে মাইলেজ দিয়েছে ভারতের বিরুদ্ধাচারণে।

 চিনের প্যাঁচ

চিনের প্যাঁচ

এদিকে, পাকিস্তানের বিদেশমন্ত্রী মেহমুদ কুরেশি যখন ভারতের বিরুদ্ধে করাচি স্টক এক্সচেঞ্জে হামলার অভিযোগ তোলেন , তাতে চিনের সায় যে প্রচ্ছন্ন ভাবে ছিল, তা রাষ্ট্রসংঘে পরোক্ষে স্পষ্ট করেছে বেজিং। অন্যদিকে, গোটা হামলার সঙ্গে কোনও সম্পর্র দিল্লির নেই বলে জানিয়েছে ভারত। ভারত জানিয়ে দেন প্রমাণ ছাড়া এমন বক্তব্য পাকিস্তান রাখতে পারে না।

দিলীপকে উস্কানির জবাব দিয়েছেন মানুষ! ফ্যাঁসাদে পড়ে নাটক করছেন, পাল্টা আরাবুলদিলীপকে উস্কানির জবাব দিয়েছেন মানুষ! ফ্যাঁসাদে পড়ে নাটক করছেন, পাল্টা আরাবুল

English summary
China playing game agiant India in UNSC on Pakistan stock exchange attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X