For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এলইটি প্রধান মাহমুদকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণার প্রস্তাব জাতিসংঘে, ভারতকে বাধা চিনের

এলইটি প্রধান মাহমুদকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণার প্রস্তাব জাতিসংঘে, ভারতকে বাধা চিনের

  • |
Google Oneindia Bengali News

জাতিসংঘে এলইটি প্রধান মাহমুদকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণার প্রস্তাব রাখল ভারত। ভারতের সেই প্রস্তাবে বাধা দিয়েছে চিন। কয়েক মাসের মধ্যে চতুর্থবার চিন ভারতের প্রস্তাবে বাধা দান করল। পাকিস্তানের লস্কর-ই-তৈবার নেতা শহিদ মাহমুদকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে জাতিসংঘে ভারতের সঙ্গে প্রস্তাব রাখে আমেরিকাও। চিন তীব্র বিরোধিতা করে।

এলইটি প্রধান মাহমুদকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণার প্রস্তাব জাতিসংঘে, ভারতকে বাধা চিনের

পকিস্তানের লস্কর-ই-তৈবা নেতা শহিদ মাহমুদ বিশ্ব সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘে ভারত ও মার্কিস যুক্তরাষ্ট্র প্রস্তাব করে। চিন সেই প্রস্তাবে বাধাদান করেছে। এবারই প্রথম নয়, এমন ঘটনা কয়েক মাসের মধ্যে ঘটল চতুর্থবার। বেজিং সন্ত্রাসীদের কালো তালিকাভুক্ত করার ঘোষণায় বাধা দিয়েছে। জানা গিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটির অধীনে মাহমুদকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে মনোনীত কররা প্রস্তাব দেওয়া হয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৬-য় লস্কর-ই-তৈবার তহবিল এবং নেটওয়ার্কগুলিকে ব্যহত করার পদক্ষেপের অংশ হিসেবে মহামুদের পাশাপাশি আরও এক এলইটি নেতা মহম্মদ সারওয়ারকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণার প্রস্তাব করেছিল। এমন এক সময়ে প্রস্তাব করা হয়েছিল যখন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস ভারতে ছিলেন। এবং মুম্বইয়ে ২৬/১১ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন। এলইটি দ্বারা পরিচালিত সন্ত্রাসী হামলায় আমেরিকান নাগরিক-সহ ১৬০ জনেরও বেশি নিহত হয়েছিল।

মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটের তথ্য অনুসারে মাহমুদ পাকিস্তানের করাচিতে অবস্থিত এলইটি-র একজন দীর্ঘকালীন সিনিয়র সদস্য ছিলেন। ২০০৭ সাল থেক এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫-র জুন থেকে ২০১৬ সাল পর্যন্ত মহমুদ এলইটি-র মানবিক ও তহবিল সংগ্রহকারী শাখা ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। ২০১৪ সালে মাহমুদ করাচিতে এফআইএফের নেতা ছিলেন। ২০১৩ সালের অগাস্টে মাহমুদকে এলইটি প্রকাশনা শাখার সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

মাহমুদ সাজিদ মীরের নেতৃত্বাধীন এলইটির বিদেশি অপারেশন দলের অংশ ছিলেন। ২০১৩ সালের অগাস্ট থেকে মাহমুদকে বাংলাদেশ এবং বার্মায় ইসলামিক সংগঠনগুলির সঙ্গে গোপন সম্পর্ক স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছিল। ২০১১ সালের শেষের দিকে দাবি করেছিলেন ভারত ও আমেরিকার উপর আক্রমণ চালানো উচিত। তারপর থেকেই বিশ্ব সন্ত্রাসী হিসেবে তাঁর নাম প্রস্তাবের দাবি উঠতে শুরু করে।

এবার জাতিসংঘে সেই প্রস্তাব করে ভারত ও আমেরিকা। কিন্তু ভারতের দাবিকে ব্লক করে চিন। এই বছর জুনে পাকিস্তানি সন্ত্রাসবাদী আবদুল রেহমান মক্কিকে কালো তালিকাভউক্ত কররা জন্য ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রস্তাবে শেষ মুহর্তে আটকে দেয়। চিন জইশ-ই-মহম্মদের আবদুল রউফকে কালো তালিকাভুক্ত করার ভারত-মার্কিন প্রস্তাবকে আটকে দেয়।

English summary
China obstructs India’s proposal of proclaim LeT’s Shahid Mahmood as global terrorist at United Nation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X