For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিডিপি লক্ষ্যমাত্রা স্থির করবে না চিন! করোনা আবহে কেন হঠাৎ এই সিদ্ধান্ত বেজিংয়ের?

Google Oneindia Bengali News

২০২০ অর্থবর্ষের জন্য কোনও জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্য স্থির করবে না চিন। অর্থনৈতিক ক্ষেত্রে যে দেশ রীতিমতো বুলডোজার চালিয়ে উন্নয়নশীল থেকে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগোচ্ছিল, সেই দেশের হঠাৎ এহেন সিদ্ধান্ত কেন? কারণ অবশ্যই করোনা ভাইরাস। গত ৫-৬ মাস ধরে গোটা বিশ্বকে অস্থির করে তুলেছে এই মারণ সংক্রমণ।

উহান থেকে ছড়ায় করোনা ভাইরাস

উহান থেকে ছড়ায় করোনা ভাইরাস

চিনের উহান থেকে ছড়ানো করোনা ভাইরাস এখন গোটা বিশ্বের ত্রাসের কারণ। এই অবস্থায় সংক্রমণ রুখতে উহানে এবং বিভিন্ন প্রদেশে বহু দিন যাবত লকডাউন জারি করে রেখেছিল চিন। এতে সংক্রমণ ঠেকানো গেলেও অর্থনীতির বেহাল দশা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কারখানা বন্ধ রাখতে হয়েছে সব।

অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে এগোবে চিন

অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে এগোবে চিন

এই অবস্থায় আরও বেশি খরচ করার মাধ্যমে অর্থনীতিকে মজবুত করার লক্ষ্য স্থির করেছে চিন। তবে এরই মধ্যে বেশ কয়েকটি বড় ধাক্কাও খএয়েছে তারা। আমেরিকার সিনেট একটা বড় পদক্ষেপ নিয়ে জানিয়ে দেয়, চিনের ৮০০টি কোম্পানি আমেরিকার শেয়ারবাজার থেকে ব্যান করে দেওয়ার বিল পাস করা হয়েছে। আমেরিকার এরকম সিদ্ধান্ত নেওয়ার ফলে ৩৫ লক্ষ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হবে চিন।

চিনের প্রতিদ্বন্দ্বী এখন ভারত

চিনের প্রতিদ্বন্দ্বী এখন ভারত

এদিকে ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত গড়ে তোলার ডাক দিয়েছেন যেখানে বিদেশি পণ্য বর্জন করে স্বদেশী পণ্য কে কেনার জন্য দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন। আর এই আত্মনির্ভর প্রকল্পের ঘোষণা করার পর থেকেই চিন থেকে অধিকাংশ কোম্পানিগুলি তাদের ব্যবসা গুটিয়ে ভারতে বিনিয়োগ করতে চাইছে।

চিনের করোনা ভাইরাস পরিস্থিতি

চিনের করোনা ভাইরাস পরিস্থিতি

করোনা ভাইরাসের জেরে ইতিমধ্যেই চিনে ৪ হাজার ৬৩৪ জন মারা গিয়েছে। মোট ৮২ হাজার ৯৭১ জন আক্রান্ত হয়েছিলেন এই মারণ সংক্রমণে। বর্তমানে সেখানে মাত্র ৮২টি অ্যাকটিভ কেস রয়েছে। এদের মধ্যে ৮ জনের অবস্থা খুব গুরুতর বলে জানা গিয়েছে।

<strong>করোনা ছড়ানোর দায়ে কড়া সাস্তি, চিনকে একঘরে করার প্রক্রিয়া শুরু আমেরিকার!</strong>করোনা ছড়ানোর দায়ে কড়া সাস্তি, চিনকে একঘরে করার প্রক্রিয়া শুরু আমেরিকার!

English summary
China not to set any gdp target for 2020 fy amid coronavirus pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X