For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম রহিম কাণ্ডে পাঁচকুলার তাণ্ডব নিয়ে চিন কী বিদ্রুপ করল ভারতকে

গুরমিত রাম রহিমের ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে পাঁচকুলায় হওয়া তাণ্ডবের ঘটনায় চিনা সংবাদমাধ্যম ভারতকে ফের একবার কড়া ভাষায় আক্রমণ করেছে।

  • |
Google Oneindia Bengali News

স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে পাঁচকুলায় হওয়া সংঘর্ষ ও তাণ্ডবে মোট ৩৮ জনের প্রাণ গিয়েছে। এই ঘটনায় চিনা সংবাদমাধ্যম ভারতকে ফের একবার কড়া ভাষায় আক্রমণ করেছে। বস্তত ভারতের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে চিনা সংবাদমাধ্যম।

রাম রহিম কাণ্ডে পাঁচকুলার তাণ্ডব নিয়ে চিনের বিদ্রুপ ভারতকে

চিন বলেছে, ভারতের ভিতরে চলা অচলাবস্থা থামানো নয়াদিল্লির একান্ত ব্যক্তিগত বিষয়। তবে ডোকলাম বিতর্ক নিয়ে গত কয়েকমাস ধরে ভারত-চিন দ্বন্দ্ব চলছে। তা থেকে মনোযোগ ঘুরিয়ে দিতে ভারত অভ্যন্তরে এমন ধরনের তাণ্ডব, দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে চিন অভিযোগ করেছে।

চিনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস বারবার ভারতকে ডোকলাম বিতর্কে তোপ দাগলেও ভারত সেভাবে চিনকে কোনও জবাব দেয়নি। তা সত্ত্বেও ডোকলাম নিয়ে চিন ফের ভারতকে বিঁধে জানিয়েছে, রাম রহিমের ঘটনা বুঝিয়ে দিচ্ছে ভারতের রাজনৈতিক ও সামাজিক সমস্যা কতটা প্রকট আকার ধারণ করেছে।

ভারতকে চিনের পরামর্শ, ডোকলাম থেকে সেনা সরিয়ে নয়াদিল্লি বরং নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মনোনিবেশ করুক। সীমান্তে সমস্যা জিইয়ে রাখলে ভারতের ক্ষতি হবে বলেই মত চিনের।

প্রসঙ্গত, সিকিম সীমান্তে ডোকলামের তরাই এলাকা নিয়ে গত কয়েকমাস ধরে ভারত-চিন দ্বন্দ্ব চলছে। চিনা সেনা সেখানে অবৈধভাবে রাস্তা বানানোর চেষ্টা করলে ভারত তাতে বাধ সেধে সেনা মোতায়েন করেছে। যা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে।

English summary
China media says Dera violence 'exposes India's problems' amid Doklam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X