For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চীনে ভূমিধসে এক গ্রামের ১২০ জন নিখোঁজ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি পার্বত্য এলাকায় ভূমিধসে চাপা পড়ে একটি গ্রামের ১২০ জনেরও বেশি লোক নিখোঁজ হয়েছে। এ পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

  • By Bbc Bengali

চীন, ভূমিধস
Reuters
চীন, ভূমিধস

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি পার্বত্য এলাকায় ভূমিধসে চাপা পড়ে একটি গ্রামের ১২০ জনেরও বেশি লোক নিখোঁজ হয়েছে।

মাওশিয়ান নামের গ্রামটির ওপর স্থানীয় সময় ভোর ছ'টার দিকে পাথুরে পাহাড়ের একাংশ ধসে পড়ে অন্তত ৪০টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাত এবং এলাকাটি গাছপালাশূন্য হবার কারণেই এ ভূমিধস বলে স্থানীয় পুলিশ বলছে। চীনের পার্বত্য এলাকাগুলোতে বর্ষার সময় ভূমিধস একটি নিয়মিত ঘটনা।

বিবিসি বাংলায় আরো পড়ুন:

কাবা মসজিদে হামলা চেষ্টা নস্যাৎ করেছে সৌদি আরব

কাতার চরম মূল্য দিক এটাই চাইছে প্রতিবেশীরা

চীন, ভূমিধস
EPA
চীন, ভূমিধস

এ পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভাঙা পাথরের টুকরোর নিচে চাপা পড়া লোকদের মধ্যে বেঁচে থাকা কেউ আছে কিনা তার সন্ধান চলছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, একটি দম্পতিকে তাদের শিশুসন্তানসহ উদ্ধার করা হয়েছে।

চীন, ভূমিধস
BBC
চীন, ভূমিধস

ত্রাণ দলগুলো মাটি ও বড় বড় পাথরের টুকরো সরাতে বুলডোজার ব্যবহার করছে।

ধসে নেমে আসা পাথর ও মাটিতে একটি নদীর দু'কিলোমিটার এলাকায় পানির প্রবাহ আটকে গেছে।

২০০৮ সালে সিচুয়ান প্রদেশের ওয়েনচুয়ানে এক ভূমিকম্পে ৮৭ হাজার লোকের মৃত্যু হয়।

English summary
China landslide leaves at least 120 missing in Sichuan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X