For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাইওয়ান প্রণালী অবরুদ্ধ করার চেষ্টায় চিন! পাল্টা যুদ্ধজাহাজ মোতায়েন আমেরিকার

আমেরিকার হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান (Taiwan) সফরে ক্ষুব্ধ চিন (China)। চিনের পিপলস লিবারেশন আর্মি তাইওয়ান প্রণালীর কাছে তাদের সামরিক অনুশীলন জোরদার করেছে। তারা তাইওয়ান প্রণালী অবরুদ্ধ করতে চায়। অন্যদিকে আমের

  • |
Google Oneindia Bengali News

আমেরিকার হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান (Taiwan) সফরে ক্ষুব্ধ চিন (China)। চিনের পিপলস লিবারেশন আর্মি তাইওয়ান প্রণালীর কাছে তাদের সামরিক অনুশীলন জোরদার করেছে। তারা তাইওয়ান প্রণালী অবরুদ্ধ করতে চায়। অন্যদিকে আমেরিকা (USA) পাল্টা ব্যবস্থা হিসেবে তাইওয়ানের পূর্বে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।

তাইওয়ান প্রণালী অবরুদ্ধ করার চেষ্টায় চিন! পাল্টা যুদ্ধজাহাজ মোতায়েন আমেরিকার

দক্ষিণ-পূর্ব চিনের উপকূল থেকে প্রায় ১০০ মাইল দূরে থাকা তাইওয়ানকে ঘিরে রয়েছে চিন ও আমেরিকার যুদ্ধজাহাজ। ন্যান্সি পেলোসির সফরের সময় চিনের রণতরী সক্রিয়তা দেখিয়েছে। তাইওয়ান অভিযোগ করেছে ২১ টি চিনা যুদ্ধ বিমান তাদের আকাশসীমায় প্রবেশ করেছে। এমন কী ২ অগাস্ট চিন এই কাণ্ড করে। প্রতিক্রিয়া হিসেবে তাইওয়ানও মহড়া চালিয়েছে।

চিনের যুদ্ধজাহাজ CV-17 শানডং এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ারকে তাইওয়ানের দক্ষিণে মোতায়েন করা হয়েছে। এই এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ারের সঙ্গে অন্য জাহাদ ও ডেস্ট্রয়ারও রয়েছে। শানডং একসঙ্গে ৩৬ টি যুদ্ধ বিমান বহন করতে পারে।
অন্যদিকে পেলোসির তাইওয়ান সফরের দিন লিয়াওনিং-০০১ পূর্ব চিনের শানডং প্রদেশের কিংডাও থেকে নোঙর তুলেছিল। তাইওয়ানের বিভিন্ন বন্দরকে প্রায় ঘিরে ফেলেছে চিন। এর মধ্যে রয়েছে তাইপেই। প্রতিবছর প্রায় ৩ হাজার জাহাজ এই বন্দরে আসে।

অন্যদিকে একটি বিমানবাহী রণতরী-সহ চারটি মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ানের পূর্ব জলসীমায় অবস্থান করছে। এই যুদ্ধজাহাজগুলি হল ইউএসএস রোনাল্ড রেগন, ইউএসএস ত্রিপোলী, ইউএসএস আমেরিকা এবং ইউএসএস এসেক্স।

উপরাষ্ট্রপতি ভোটে ভিড় বাড়ছে মার্গারেট আলভার দিকে! সমর্থন ঘোষণা আপ-জেএমএম-এর, এখনও অপেক্ষায় একাধিক দলউপরাষ্ট্রপতি ভোটে ভিড় বাড়ছে মার্গারেট আলভার দিকে! সমর্থন ঘোষণা আপ-জেএমএম-এর, এখনও অপেক্ষায় একাধিক দল

English summary
China is trying to block Taiwan Strait, US deployed warship in the east of Taiwan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X