For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের উৎস-সন্ধান! এক শর্তে আমেরিকার পাশে দাঁড়াতে রাজি চিন

এক শর্তে আমেরিকার পাশে দাঁড়াতে রাজি চিন

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের উৎস সন্ধানে আন্তর্জাতিক গবেষণার অংশ হতে চলেছে আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অধিকাংশ প্রভাবিত দেশ। শর্তসাপেক্ষে সেই উদ্যোগে সামিল হতে রাজি হয়েছে মারণ ভাইরাসের সূচনাকারী চিনও। কোন শর্ত আরোপ করল শি জিংপিং-এর দেশ, তা জেনে নেওয়া যাক।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী ৫৪ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১৬ লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৯৮ হাজারেরও বেশি মানুষের। অন্যদিকে করোনা সূচনা স্থল চিনে আক্রান্তের সংখ্যা প্রায় ৮৩ হাজারে পৌছেছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে চার হাজার মানুষের।

আমেরিকার দাবি

আমেরিকার দাবি

করোনা ভাইরাস চিনের গবেষণাগারে সৃষ্ট এবং ইচ্ছাকৃতভাবে তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে আমেরিকা। সেই দাবিতে অটুঁট থেকে এবার মারণ ভাইরাসের উৎসস্থল চিহ্নিত করার জন্য আন্তর্জাতিক গবেষণার দাবি তুলেছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। এই ইস্যু অস্ট্রেলিয়া ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থন পেয়েছে আমেরিকা।

বিজ্ঞানীদের মত

বিজ্ঞানীদের মত

এতদিন ধরে নানা গবেষণার মাধ্যমে বিশ্বের সিংহভাগ বিজ্ঞানীর মনে বিশ্বাস তৈরি হয়েছে যে মূলত পশুর থেকেই মানুষের শরীরে সংক্রামিত হয়েছে করোনা ভাইরাস। চিনের শহর উহানে বিক্রি হওয়া পশর মাংস খেয়েই মানুষ এই মারণ রোগে আক্রান্ত হতে শুরু করেছিলেন বলে মনে করেন বিজ্ঞানীরা।

কী বলল চিন

কী বলল চিন

রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা করোনা ভাইরাসের প্রকৃত উৎস সন্ধানে আন্তর্জাতিক গবেষণায় অংশ নিতে রাজি রয়েছে। এর মধ্যবর্তী সময়ে তাদের বিরুদ্ধে কোনও রাজনৈতিক কিংবা কূটনৈতিক চক্রান্ত করা যাবে না বলে শর্তও দিয়েছে বেজিং। এই গবেষণা পেশাদার, স্বচ্ছ এবং পক্ষপাতহীন হবে বলেও আশা করেছে চিন।

 ফিরহাদকে 'বাসী মেয়রে’র তকমা! দিলীপের নিশানায় চামচা বনলেন তৃণমূলের মন্ত্রীরা ফিরহাদকে 'বাসী মেয়রে’র তকমা! দিলীপের নিশানায় চামচা বনলেন তৃণমূলের মন্ত্রীরা

English summary
China is ready to takes part in international effort to identify coronavirus source,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X