শক্তি বাড়াচ্ছে চিন, প্রতিরক্ষা খাতে ভারতের প্রায় তিন গুণ বেশি বাজেট বরাদ্দ
করোনা সঙ্কট মিটতেই এবার সামরিক শক্তি বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে চিন। ইতিমধ্যেই প্রতিরক্ষা খাতে ভারতের প্রায় তিন গুণ বেশি অর্থ বরাদ্দ করেছে বলেও জানা যাচ্ছে। করোনা মহামারির জেরে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি বড়সড় ধাক্কা খেলেও সামরিক শক্তি বৃদ্ধিই যে চিনের এখন প্রধান লক্ষ্য তা এই বিশালাকার বরাদ্দ থেকেই স্পষ্ট।

সূত্রের খবর, বিগত কয়েক বছর ধরে সামরিক বাহিনীতে বরাদ্দ বাড়িয়ে চলেছে বেজিং। বর্তমানে ২০ লক্ষ সেনা নিয়ে বিশ্বের সবথেকে বড় সামরিক বাহিনী চিন। পাশাপাশি সামরিক বাজেটের পরিমাণে যথাযত ভাবে বিশ্বের দরবারে পেশ করার ক্ষেত্রে একাধিকবার অস্বচ্ছতার অভিযোগ উঠেছে চিনে বিরুদ্ধে। যদিও সেসব অভিযোগ খারিজ করেছেন এনপিসির মুখপাত্র ঝাং ইয়েসুই। একইসাথে ২০০৭ সাল থেকেই বাজেট পেশের হিসেব চিন স্বচ্ছ ভাবেই জাতিসংঘে জমা দিয়েআসছে বলে জানানো হয়েছে।
সূত্রের খবর, বর্তমানে চিন সামরিক খাতে প্রায় ১৭,৯০০ কোটি টাকা বরাদ্দ করেছে। যা গত বছরের থেকে প্রায় ৬.৬ শতাংশ বেশি। গতকাল ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) সামরিক খাতের এই বিশালাকার বাজেট ঘোষণা করেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে চিনের এই বড় সামরিক বাজেটের পিছনে অন্য রাজনৈতিক সমীকরণ দেখছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।