For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অতি দ্রুত সংক্রমণের গুণ সম্পন্ন ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট! ২০ অগাস্টের পরে চিনে সর্বোচ্চ সংক্রমণ

অতি দ্রুত সংক্রমণের গুণ সম্পন্ন ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট! ২০ অগাস্টের পরে চিনে সর্বোচ্চ সংক্রমণ

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এর শেষ দিক থেকে চিনে ছড়াতে শুরু করে করোনা ভাইরাস। এরপর জানুয়ারিতে ভারতে। তারপর পুরোটাই ইতিহাস। এই মুহূর্তে ভারত-সহ বিশ্বের বেশ কিছু দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চিনে মাঝে মধ্যেও নতুন ভ্যারিয়েন্টের দাপিয়ে বেড়ানোর খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সেখানে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট BF-7 এবং BA.5.1.7।

উত্তর-পশ্চিম চিনে প্রথম শনাক্ত

উত্তর-পশ্চিম চিনে প্রথম শনাক্ত

এই দুই ভ্যারিয়েন্ট অতি দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে বলেও সেখানকার সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে সংক্রামক এই ভাইরাস প্রথমে শনাক্ত করা হয় উত্তর- পশ্চিম চিনে। তবে এর সাব ভ্যারিয়েন্ট BA.5.1.7 প্রথমবারের মতো শনাক্ত করা গিয়েছে চিনের মূল ভূখণ্ডে।

সতর্কবার্তা জারি

সতর্কবার্তা জারি

৪ অক্টোবর থেকে BF-7-এর মাধ্যমে উত্তর চিনের শানডং প্রদেশে সংক্রমণ ছড়াচ্ছে বলে সরকারি তরফে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে অত্যন্ত সংক্রামক BF-7 সম্পর্কে সতর্কবার্তা জারি করা হয়েছে। সময় মতো প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে এটি চিনে ব্যাপক সংক্রমণ ছড়াতে পারে বলে সতর্ক করা হয়েছে।

২০ অগাস্টের পরে চিনে সব থেকে বেশি সংক্রমণ

২০ অগাস্টের পরে চিনে সব থেকে বেশি সংক্রমণ

চিনের সরকারি প্রশাসনের তরফে কোভিডের সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যুদ্ধের ক্লান্তি নিয়েও সতর্কবার্তা জারি করা হয়েছে। চিনের মূল ভূথণ্ডে প্রথমবারের জন্য BF-7 এবং BA.5.1.7 ভ্যারিয়েন্টের উপস্থিতিতে সদ্য শেষ হওয়া সপ্তাহব্যাপী জাতীয় ছুটির সময় ভ্রমণকারীদের আটকে দেওয়া হয়েছিস। সেখানকার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ৯ অক্টোবর চিনে সংক্রামিতের সংখ্যা ১৯৩৯। যা ২০ অগাস্টের পরে সর্বোচ্চ। এর মধ্যে সাংহাইতে ৩৪ জনকে শনাক্ত করা হয়েছে। যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

চিনে জিরো টলারেন্স নীতি

চিনে জিরো টলারেন্স নীতি

বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ। সেখানে কোভিড নিয়ে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সীমান্ত বিধিনিষেধ, ব্যাপকহারে পরীক্ষা, বিপুল সংখ্যক মানুষকে কোয়ারেন্টাইনে পাঠানো এবং সংক্ষিপ্ত লকডাউনের মাধ্যমে চেন ভাঙার পদ্ধতি চালু রয়েছে দীর্ঘদিন ধরে।

কংগ্রেস-আপকে ঠেকাতে আদিবাসী ভোটে নজর, বিধানসভা নির্বাচনের আগে গৌরব-যাত্রা বিজেপিরকংগ্রেস-আপকে ঠেকাতে আদিবাসী ভোটে নজর, বিধানসভা নির্বাচনের আগে গৌরব-যাত্রা বিজেপির

English summary
China is experiencing a variety of rapid infection Omicron's new sub variant BF 7
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X