For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উঁচু বরফে ঢাকা জায়গায় লড়াইয়ের জন্য নতুন সেনাবাহিনী বানাচ্ছে চিন

উঁচু বরফে ঢাকা জায়গায় লড়াইয়ের জন্য নতুন সেনাবাহিনী বানাচ্ছে চিন

  • |
Google Oneindia Bengali News

গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে এঁটে উঠতে না পেরে এবার নতুন সেনাবাহিনী বানাচ্ছে চিন৷ মূলত উঁচু বরফে ঢাকা জায়গাতে লড়াইয়ের জন্যই এই সেনাবাহিনী বানাচ্ছে চিন। গোয়েন্দা সূত্রের খবর লাদাখ থেকে সিকিম, ভূটানের ভারত-চিন সীমান্ত বরাবার এদের মোতায়েন করবে চিন। এই নতুন সেনাবাহিনীর নাম 'মিমাং চেতন' রেখেছে চিন

কাদের নিয়ে চিনের এই নতুন সেনা?

কাদের নিয়ে চিনের এই নতুন সেনা?

চিনা সংবাদমাধ্যম ও ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর লাদাখ, সিকিম সহ ভারত-চিন হিমালয়ান রেঞ্জের উঁচু শীতল বরফে ঢাকা জায়গায় নিজেদের মানিয়ে নিতে এরকম লোকজনকে এই নতুন সেনাবাহিনীর জন্য বেছে নিয়েছে চিন৷ মূলত তীব্বতের যুবকদের এই সেনাবাহিনী তেরি করছে চিন৷ তীব্বতের জলবায়ু ও পরিবেশের সঙ্গে অনেকটাই মিল রয়েছে লাদাখ, সিকিমের বরফে ঢাকা সীমান্ত এলাকাগুলির৷ এই সুবিধাকে কাজে লাগিয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়ে এই সেনাবাহিনী তৈরি করছে চিন৷ চিনা পাবলিক লিবারেশন আর্মি এই যুবকদের ট্রেনিং দিচ্ছে৷

কোন সীমান্তে পাঠানো হচ্ছে চিনের এই নতুন সেনাদের?

কোন সীমান্তে পাঠানো হচ্ছে চিনের এই নতুন সেনাদের?

মূলত পূর্ব লাদাখ, প্যাংগং লেক, গালওয়ান ভ্যালি, চ্যাম্বি ভ্যালি, সিকিম-ভূটান বর্ডারে ইয়াদং, চিমা এলাকার হিমালয়ের বরফাবৃত্ত উঁচু অংশে এই সেনাদের কাজে লড়াইয়ে পাঠাবে চিন। ইতিমধ্যে এই নতুন সেনাবাহিনী 'মিমাং চেতন'-এর প্রথম ব্যাচকে সীমান্তে মেতায়ন করেছে লাল ফৌজ। মিমাং চেতনের দ্বিতীয় ব্যাচটি প্রশিক্ষণ নিচ্ছে সিকিমের কাছে ফারিতে।

এই মিমাং চেতন-দের কী ধরনের প্রশিক্ষণ দিচ্ছে চিন?

এই মিমাং চেতন-দের কী ধরনের প্রশিক্ষণ দিচ্ছে চিন?

সূত্রের খবর বরফে ঢাকা এলাকায় নজরদারি, ড্রোন হ্যান্ডলিং, সামনাসামনি যুদ্ধ ও গেরিলা ট্রেনিং দেওয়া হচ্ছে মিমাংবাহিনীকে। পাশাপাশি উঁচু এলাকাতে সবার চোখ এড়িয়ে PLA কে রশদ পৌঁছানোর কাজও করবে এই নতুন সেনাবাহিনী৷

English summary
China is building a new army to fight in high snow-covered areas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X