For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

' চিনের আগ্রাসনই সেদেশের কমিউনিস্ট পার্টির মনোভাব বুঝিয়ে দেয়',লাদাখ নিয়ে ট্রাম্প শিবিরের বড় বার্তা

  • |
Google Oneindia Bengali News

দুই আশিয়ান গোষ্ঠীভূক্ত দেশের সংঘাত কোনপথে যেতে চাইছে , সেদিকে গোটা এশিয়া তাকিয়ে। এশিয়ার রাজনৈতিক তথা কূটনৈতিক মনোভাবের ওপর এই সংঘাত বড় প্রভাব ফেলেছে। শুধু এশিয়া নয়, ইওরোপ থেকে শুরু করে মার্কিনি নজরদারিও যে লাদাখ সীমান্তে রয়েছে কড়াভাবে তা স্পষ্ট করল হোয়াইট হাউস।

 মার্কিনি নজরদারি

মার্কিনি নজরদারি

এদিন মার্কিন প্রেস সেক্রেটারি কেলি ম্যাকেনি জানিয়েছেন , লাদাখ সীমান্তে কী চলছে তাতে কড়া নজর রয়েছে আমেরিকার। মার্কিনি নজরদারি খুব গভীরভাবে লাদাখ পরিস্থিতির দিকে রয়েছে। যদিও দুই দেশ তৃতীয় সেনা পর্যায়ে বৈঠকে মধ্যস্থতার বার্তা দেওয়ায় তাকে সাধুবাদ জানিয়েছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, ভারত -চিন শান্তি স্থাপনই এই মুহূর্তে কাম্য।

চিনা আগ্রাসন ও আমেরিকা

চিনা আগ্রাসন ও আমেরিকা

মার্কিন প্রেস সেক্রেটারি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মতে, চিন যেভাবে বিশ্বের বিভিন্ন এলাকায় নিজের আগ্রাসী মনোভাব পোষণ করেছে, সেই একই ধাঁচে লাদাখ সীমান্তেও নিজেকে তুলে ধরেছে বেজিং। চিনের লালফৌজের অবস্থান আগ্রাসনের নামান্তর বলেই বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চিনের এই পদক্ষেপ থেকেই সেদেশের কমিউনিস্ট পার্টির আসল চেহারা প্রকাশ পায়।

 আমেরিকার পাশে থাকার বার্তা

আমেরিকার পাশে থাকার বার্তা

'ভারতের অ্যাপ পরিচ্ছন্নতা'র পদক্ষেপ দেশের সার্বভৌমত্বকে বাড়িয়ে দেবে বলে এদিন দাবি করেন মার্কিন সচিব মাইক পম্পেও। তিনি বলেন, এই পদক্ষেপ ' ভারতের একাত্মবোধ ও নিরাপত্তাকেও বাড়াতে সাহায্য করবে'। লাদাখ সংঘাত চরমে উঠতেই এভাবেই মার্কিন মুলুক থেকে দিল্লির প্রতি সম্পূর্ণ সমর্থন এসে গিয়েছে।

৫৯ টি চিনা অ্যাপ বাতিল ও মোদী

৫৯ টি চিনা অ্যাপ বাতিল ও মোদী

চিনের ৫৯ টি অ্যাপ সোমবারই নিষিদ্ধ করে দেয় মোদী সরকার। তার কয়েক দিনের মাথাতেই মধ্যেই মোদী নিজে চিনের ওয়েবো অ্যাপ থেকে অ্যাকাউন্ট সরিয়ে নেন। আর এই পদক্ষেপ থেকে তিনি সাফ বুঝিয়ে দেন চিনকে যে সর্বোতভাবে ভারত চিনকে প্রত্যাখ্যান করছে।

 রাজারহাটে দিলীপ ঘোষের ওপর হামলা! আগুন নিয়ে খেলবেন না, মন্ত্রীদের উদ্দেশে হুঁশিয়ারি সৌমিত্র খানের রাজারহাটে দিলীপ ঘোষের ওপর হামলা! আগুন নিয়ে খেলবেন না, মন্ত্রীদের উদ্দেশে হুঁশিয়ারি সৌমিত্র খানের

English summary
China India stand off, USA says beijing's stance fits for larger aggression
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X