For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের ১০টি দেশে সেনাবাহিনীর সংখ্যায় এগিয়ে চিন, দ্বিতীয় স্থানে ভারত

বিশ্বের ১০টি দেশে সেনাবাহিনীর সংখ্যায় এগিয়ে চিন, দ্বিতীয় স্থানে ভারত

Google Oneindia Bengali News

দেশকে সুরক্ষিত রাখার জন্য বিশ্বের প্রত্যেকটি দেশেরই নিজস্ব নিজস্ব সেনাবাহিনী রয়েছে। যারা দেশকে শত্রুদের হাত থেকে বাঁচিয়ে রাখে। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বিশ্বে কোন দেশের কত সেনাবাহিনী রয়েছে তা নিয়ে এক সমীক্ষা করা হয়। সেনা, বায়ুসেনা ও নৌবাহিনী মিলিয়ে দেখে নেওয়া যাক ২০১৯ সালে কোন দশটি দেশ সেনাবাহিনীর শীর্ষে রয়েছে।

বিশ্বের ১০টি দেশে সেনাবাহিনীর সংখ্যায় এগিয়ে চিন, দ্বিতীয় স্থানে ভারত

১)‌ চিন

সেনাবাহিনী সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। এ দেশে পিপল’‌স রিপাবলিক সেনাবাহিনীতে সেনা সংখ্যা ২,১৮৩,০০০।


২)‌ ভারত

চিনের পর দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত। এ দেশের সেনাবাহিনীতে সেনা রয়েছে ১,৩৬২,৫০০ জন।


৩)‌ আমেরিকা

অবিশ্বাস্য হলেও চিন ও ভারতের পর তৃতীয় নম্বরে রয়েছে আমেরিকা। এ দেশে সেনার সংখ্যা ১,২৮১,৯০০ জন।


৪)‌ উত্তর কোরিয়া

এই দেশে সক্রিয় সেনা সংখ্যা ১,২৮০,০০ জন।


৫)‌ রাশিয়া

এই দেশে সক্রিয় সেনার সংখ্যা ১,০১৩,৬২৮ জন

৬)‌ পাকিস্তান

পাকিস্তানের সেনাবাহিনীতে সেনা সংখ্যা ৬৫৪,০০০ জন।

৭)‌ দক্ষিণ কোরিয়া

এখানে মোট সেনা সংখ্যা ৬২৫,০০০

৮)‌ ইরান

ইরানে সেনাবাহিনীতে মোট সক্রিয় সেনা রয়েছে ৫৩২,০০০ জন।

৯)‌ ভিয়েতনাম

ভিয়েতনামে সেনা সংখ্যা ৪৮২,০০০ জন।

১০)‌ ইজিপ্ট

ইজিপ্টে সবচেয়ে কম সেনা রয়েছে। যার সংখ্যা ৪৪০,০০০ জন।

English summary
the index means the highest number of personnel in the army, navy, air force and other armed forces combined. Check out the top-10 countries with the largest manpower as of 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X