For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সীমান্তে এখনও রয়েছে চিনা সেনা! মার্কিন সেনার রিপোর্টে ফের বাড়ল আশঙ্কা

Google Oneindia Bengali News

লাদাখ সীমান্তে বহু স্থানেই এখনও চিনা সেনা মোতায়েন রয়েছে বলে দাবি করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ এক সেনা কর্তা, নাম অ্যাডমিরাল ফিলিপ এস ডেভিডসন। কংগ্রেসে একটি শুনানি চলাকালীন এই দাবি করেন সেই সেনা আধিকারিক। অ্যাডমিরাল ফিলিপ এস ডেভিডসন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন সেনার কমান্ডার।

লাদাখ সীমান্তে এখনও রয়েছে চিনা সেনা: মার্কিন সেনা আধিকারিক

এদিন তিনি কংগ্রেসের শুনানিতে বলেন, 'লাদাখ সীমান্তের বহু স্থানে এখনও পিএলএ তাদের জওয়ানদের প্রত্যাহার করেনি। তারা ঘাঁটি গেড়ে বসে আছে এখনও।' তিনি বলেন, সীমান্তে চিনের আচরণ থেকে এটা স্পষ্ট যে তারা নিজেদের ভূমি বৃদ্ধি করতে চায়। এলএসি-র ধারে প্রাথমিক ভাবে নির্মাণ প্রকল্প শুরু করে লাল ফৌজ। তারপর ধীরে ধীরে প্রায় ৫০ হাজার সেনা সেখানে জড়ো করে চিন। পাল্টা সেনা বাড়ায় ভারত।

গতবছর ৬ জুন প্রথমবার ভারত ও চিনা সেনার মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্ত সমস্যা ও স্পর্শকাতর অঞ্চলগুলি নিয়ে দু'পক্ষের মধ্যে বৈঠক হয়। ভারতের তরফে জানানো হয়, চিনের সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। এরপর ১৫ জুন দুই দেশের সেনার মুখোমুখি সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনা। চিনের তরফে অবশ্য তাদের কোনও সেনার মৃত্যুর খবর স্বীকার করা হয়নি। কিন্তু পরবর্তীতে চিন এই বিষয়ে কিছুটা খোলসা করেছে। চিনের পক্ষ থেকে মৃত চার সেনা আধিকারিক ও সেনাকর্মীর নাম প্রকাশ করা হয়েছে। এরপর গত ১০ ফেব্রুয়ারি থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

English summary
China has not withdrawn from several LAC positions near Ladakh border yet, says top US commander
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X