For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্ক! ১০ দিনে ১ হাজার শয্যার হাসপাতাল বানিয়ে ফেলল চিন

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস আতঙ্কে জেরবার চিন। সূত্রের খবর, এবার করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য মাত্র ১০ দিনে ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণ করেছে চিন। সদ্য নির্মিত এই হাসপাতালে সোমবার থেকে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা সামগ্রীও পাঠানো হচ্ছে সরকারি ভাবে।

করোনা আতঙ্ক! দশ দিনে ১ হাজার শয্যার হাসপাতাল বানিয়ে ফেলল চিন

প্রথম এই ভাইরাসের সংক্রমণ শুরু হয় চিনের উহান শহরে যেখানে প্রায় এক কোটি ১০ লাখ মানুষের বাস। ইতিমধ্যেই শহরটির হাসপাতালগুলোতে উদ্বিগ্ন বাসিন্দাদের উপচে পড়া ভীর এবং ফার্মেসিগুলোতে ওষুধের সংকট তৈরি হয়েছে। পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত গোটা চিনে চারশো জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি বিশ্বব্যাপী ১৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

এদিকে, এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে চিনের উহান প্রদেশেই মাত্র ১০ দিনে নির্মাণ করা হয়েছে এই বিশেষ হাসপাতাল। এছাড়া, দেড় হাজার শয্যা বিশিষ্ট অপর একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণাধীন রয়েছে বলে খবর। সেই সাথে ভাইরাস সংক্রমণে আশঙ্কায় চিনের বিস্তীর্ণ এলাকায় বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ।

পাশাপাশি শহরে কর্মরত স্বাস্থ্য কর্মীদের সহায়তা করতে এবং শহর থেকে দূরে অবস্থিত নতুন হাসপাতালে কাজ করার জন্য উদ্দেশ্যে রওনা হয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মির চিকিৎসকেরাও।

English summary
In just ten days China has constructed a hospital of 10,000 beds to prevent the spread of the Corona virus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X