For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মলদ্বীপ সঙ্কটকে কাজে লাগিয়ে ভারত মহাসাগরে নৌবহর ঢুকিয়ে গোলমাল পাকানোর ফন্দি চিনের

মলদ্বীপ সঙ্কটকে কাজে লাগিয়ে পূর্ব ভারত মহাসাগরে নিজেদের শক্তিবৃদ্ধিতে তৎপর হয়ে উঠেছে চিন।

  • |
Google Oneindia Bengali News

যা আশঙ্কা করা হয়েছিল তাই ঘটেছে। মলদ্বীপ সঙ্কটকে কাজে লাগিয়ে পূর্ব ভারত মহাসাগরে নিজেদের শক্তিবৃদ্ধিতে তৎপর হয়ে উঠেছে চিন। দক্ষিণ চিন সাগরে যেভাবে নৌবহর ঢুকিয়ে গোটা এলাকা দখলের ফন্দি এঁটেছিল বেজিং, ঠিক একই কায়দায় ১১টি যুদ্ধজাহাজ ভারত মহাসাগর এলাকায় ঢুকিয়ে দিয়েছে চিন।

মলদ্বীপ সঙ্কটকে কাজে লাগিয়ে ভারত মহাসাগরে নৌবহর ঢুকিয়েছে চিন

গত এক সপ্তাহ ধরে ভারত মহাসাগরে চিনা যুদ্ধজাহাজগুলি দাঁড়িয়ে থেকে পরিস্থিতি নজরে রাখছে। পাশাপাশি নানা ধরনের মহড়া করছে বলে চিনা সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

এদিকে চিনের এই গতিবিধি নিয়ে এতদিন ভারত অবগত ছিল না। বিষয়টি জানার পর খোঁজখবর করা হচ্ছে। এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে ভারত মহাসাগরে নিজেদের শক্তি বৃদ্ধিতে চিনের এই অতিতৎপরতায় অনেকেই আশঙ্কার মেঘ দেখছেন।

ভারতকে কোণঠাসা করতে চিন কোনও পদক্ষেপই ছাড়তে রাজি নয়। মলদ্বীপের আবদুল্ল ইয়ামিনের সরকারের সঙ্গে ভারতের দূরত্ব তৈরি হওয়া ও চিনের সঙ্গে সখ্যতাকে সুচারুভাবে কাজে লাগিয়ে, মলদ্বীপকে নানা ছোটখাটো সাহায্য করার বিনিময়ে ভারত মহাসাগরে চিন শক্তিবৃদ্ধি করতে চাইছে যা ভারতের কাছে দুশ্চিন্তার কারণ।

ইতিমধ্যে মলদ্বীপের কয়েকটি দ্বীপে চিন সেনা ঘাঁটি তৈরির লক্ষ্যে এগিয়ে গিয়েছে। এই অবস্থায় ভারত মহাসাগরে চিনের দাপাদাপি নয়াদিল্লির কাছে নিঃসন্দেহে চিন্তার কারণ।

English summary
A Chinese naval contingent has been deployed in the East Indian Ocean for more than a week near Maldives
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X