For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন মাসুদকে জঙ্গি তকমা নয়, ব্যাখ্যার বদলে অজুহাত দিল চিন

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ফের একবার কৌশল করে পাকিস্তানি জঙ্গি তথা জইশ ই মহম্মদ গোষ্ঠীর প্রধান মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করা আটকে দিয়েছে চিন।

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ফের একবার কৌশল করে পাকিস্তানি জঙ্গি তথা জইশ ই মহম্মদ গোষ্ঠীর প্রধান মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করা আটকে দিয়েছে চিন। সব দেশের বিরুদ্ধে গিয়ে এই পদক্ষেপ করেছে চিন। যা নিয়ে ভারতে তো বটেই সারা বিশ্ব জুড়ে সমালোচনা শুরু হয়েছে। একইসঙ্গে আরও বেশি করে দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে।

কেন মাসুদকে জঙ্গি তকমা নয়, ব্যাখ্যার বদলে অজুহাত দিল চিন

চিন রাষ্ট্রপুঞ্জে আনা দাবিতে টেকনিক্যাল হোল্ড এনেছে। বলেছে, এই বিষয়ে আরও গভীর পর্যবেক্ষণ প্রয়োজন। আর সেজন্যই নাকি এই নিয়ে চারবার বাধা দিয়েছে চিন।

ভারত মধ্য রাতে চিনের বাধা দেওয়ার খবরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ও জঙ্গিদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলে বিদেশমন্ত্রক জানিয়েছে।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং বলেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাউকে বা কোনও সংস্থাকে জঙ্গি ঘোষণা করতে হলে কী করতে হবে তার সুনির্দিষ্ট নির্দেশ রয়েছে। তাই চিনের এই বিষয়ে মতামত দিতে চিনের আরও সময় প্রয়োজন। তাই বাধা দেওয়া হয়েছে।

চিনের দাবি, রাষ্ট্রপুঞ্জের নিয়ম মেনেই এই বাধা দিয়েছে তাঁরা। কাশ্মীর প্রসঙ্গে চিন বলছে, কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান খুব পরিষ্কার। বহুদিন ধরে এই নিয়ে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব চলছে। আসা করি দুই দেশ বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করবে।

English summary
China defends stand on Masood Azhar at UN, what they says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X