For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিনজিয়াংয়ের পর চিন্তা বাড়াচ্ছে লিয়াওনিং, গত ২৪ ঘণ্টায় ভয়াবহ করোনা সংক্রমণ চিনে

জিনজিয়াংয়ের পর চিন্তা বাড়াচ্ছে লিয়াওনিং, গত ২৪ ঘণ্টায় ভয়াবহ করোনা সংক্রমণ চিনে

  • |
Google Oneindia Bengali News

ফের করোনা প্রাদুর্ভাব বাড়ছে চিনে। সূত্রের খবর, ইতিমধ্যেই চিনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশে দুজ করোনা আক্রান্তের খোঁজ মিলিছে বলে জানা যাচ্ছে। গত কয়েকমাসে গোটা দেশে সংক্রমণের পরিমাণ পুরোপুরি কমে এলেও করোনা বিধি চালু ছিল গোটা দেশেই। কিন্তু তারপরেও ঠেকানো যাচ্ছে না নতুন সংক্রমণকে। গত ২৪ ঘন্টায় ফের সে দেশে ২২ জন মানুষ করোনাতে আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। সংক্রমণ বাড়ছে জিনজিয়াং ও লিয়াওনিং প্রদেশে।

কোভিডের ধাক্কায় ভয়াবহ অবস্থা চিনের জিনজিয়াং প্রদেশেরও

কোভিডের ধাক্কায় ভয়াবহ অবস্থা চিনের জিনজিয়াং প্রদেশেরও

এদিকে গত সপ্তাহ থেকেই ফের কোভিডের ধাক্কায় ভয়াবহ অবস্থা চিনের জিনজিয়াং প্রদেশের। করোনার পুনরাগমনে চিনের উত্তর-পশ্চিমের এই অঞ্চলের উপর লাল সতর্কতা জারি করেছে জিনপিং প্রশাসন। এবার নতুন করে উদ্বেগের কারণ হচ্ছে লিয়াওনিংয়ের সংক্রমণ। যার জেরে আঞ্চলিক রাজধানী উরুমকির উপরেও থাবা বসিয়েছে করোনা। গত সপ্তাহে জিনজিয়াং রাজধানী উরুমকিতে করোনার ব্যাপক বাড়বাড়ন্ত দেখা যায়।

চিন্তা বাড়াচ্ছে লিয়াওনিং

চিন্তা বাড়াচ্ছে লিয়াওনিং

এদিকে লিয়াওনিংয়ে ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নেমেছে প্রশাসন। শুরু হয়ছে বেশি সংখ্যক করোনা টেস্ট। চিনের ন্যাশনাল হেলথ কমিশন জানায়, নতুন আক্রান্তদের ১৮ জন পশ্চিমের জিনজিয়াংয়ের। একজন উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিংয়ের দালিয়ান শহরের। অপর তিনজন বিদেশ থেকে এসেছে বলে খবর।

নিউক্লিক অ্যাসিড টেস্টের পরিকল্পনা

নিউক্লিক অ্যাসিড টেস্টের পরিকল্পনা

এদিকে বৃহস্পতিবার দালিয়ানে ১২ জনের শরীরে উপসর্গহীন করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর ইতিমধ্যেই গোটা শহরটিতে এক লক্ষ ৯০ হাজার মানুষের ওপর নিউক্লিক অ্যাসিড টেস্ট চালানোর পরিকল্পনা করেছে প্রশাসন। তবে চিনে উপসর্গবিহীন রোগীই বেশি বলেই জানাচ্ছে সে দেশের প্রশাসন।

 চিনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩,৭২৯

চিনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩,৭২৯

নতুন আক্রান্তের খোঁজ মেলায় লিয়াওনিং প্রশাসন ইতিমধ্যেই শহরের সমস্ত থিয়েটার, নাইট ক্লাব এবং অভ্যন্তরীণ পর্যটন কেন্দ্র গুলি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এদিকে চিনের স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী বুধবার পর্যন্ত মোট কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৮৩,৭২৯ জন। মারা গিয়েছেন ৪,৬৩৪ জন। তবে সেদেশের আধিকারিকেরা জানাচ্ছেন সংক্রমণ বাড়লেও সমস্ত পরিস্থিতি সামাল দিতে তারা সদ প্রস্তুত রয়েছেন।

'সচিন দলে ফের ফিরতে চাইলে ..', রাজস্থানে কংগ্রেস-সংকটের মধ্যে বড় চমক দিলেন গেহলট 'সচিন দলে ফের ফিরতে চাইলে ..', রাজস্থানে কংগ্রেস-সংকটের মধ্যে বড় চমক দিলেন গেহলট

English summary
China's corona infection is on the rise, in Liaoning Province, 22 infected in 24 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X