For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এপ্রিলের পর ফের চিনে ভয়াবহ করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড

এপ্রিলের পর ফের চিনে ভয়াবহ করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড

  • |
Google Oneindia Bengali News

ফেৎ উদ্বেগ বাড়ছে চিনে। এপ্রিলের পর আবারও নতুন করে সংক্রমণ দানা বাঁধছে চিনের একটা বড় অংশে। সাম্প্রতিককালে উইঘুরু মুসলিমদের আবাস স্থল জিনজিয়াং প্রদেশের করোনা সংক্রমণেও কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে শি জিনপিং প্রশাসনের। এদিকে গত ২৪ ঘণ্টায় চিনে ৬১ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে বলে খবর।

৫৭ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ জিনজিয়াংয়ে

৫৭ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ জিনজিয়াংয়ে

এর মধ্যে ৫৭ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে জিনজিয়াংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলে। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তরফে এই তথ্য জানানো হয়েছে। এদিকে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই এখানের আঞ্চলিক রাজধানী উরুমকিতে হঠাৎই করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত দেখা যায়। এদিকে গত সপ্তাহে দালিয়ান শহরেও করোনার প্রাদুর্ভাব দেখা যায়।

মে মাসের পর ফের করোনার কবলে জিলিন

মে মাসের পর ফের করোনার কবলে জিলিন

এদিকে দালিয়ানের পাশাপাশি লিয়োনিংয়ের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশেও ১৪ জন নতুন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে উত্তর কোরিয়া সীমান্তের নিকটবর্তী অঞ্চল জিলিনেও নতুন দুজন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে বলে খবর। মে মাসের পর থেকেই এটাই এই অঞ্চলে প্রথম করোনা সংক্রমণ বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। এদিকে ৬১ জন নতুন করোনা আক্রান্তের মধ্যে চার জন সাম্প্রতিককালে বিদেশ থেকে ফিরেছে বলে জানা যাচ্ছে।

 নুমণা পরীক্ষার উপর জোর সরকারের

নুমণা পরীক্ষার উপর জোর সরকারের

জাতীয় স্বাস্থ্য কমিশনের পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী এর আগে এপ্রিলের ১৪ তারিখ শেষবার চিনে ৮৯ জনের করোনা সংক্রমণ ধরা পড়ছিল। তারপর থেকে এই প্রথম আবারও ৬১ জন করোনা শিকার হলেন। যা নিয়ে রীতিমতো উদ্বেগে চিনের কমিউনিস্ট সরকার। এদিকে ইতিমধ্যেই দালিয়ান শহরে করোনা টেস্টের উপর জোর দিচ্ছে সরকার।

বাতিল ফুটবল টুর্নামেন্ট

বাতিল ফুটবল টুর্নামেন্ট

সূত্রের খবর, নতুন সংক্রমণ রুখতে দালিয়ানে এখনও লক্ষাধিক মানুষের নমুণা পরীক্ষা করা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই লাগাতার নতুন সংক্রমণের খবর মেলায় চাইনিজ সুপারলিগ ফুটবল টুর্নামেন্ট বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি কড়া লকডাউন চলছে দালিয়ান ও উরুমকিতেও।

চিনের উপর দ্বিতীয় ডিজিটাল স্ট্রাইক ভারতের, নিষিদ্ধ আরও ৪৭টি অ্যাপ! দিল্লির চালে কুপোকাত বেজিংচিনের উপর দ্বিতীয় ডিজিটাল স্ট্রাইক ভারতের, নিষিদ্ধ আরও ৪৭টি অ্যাপ! দিল্লির চালে কুপোকাত বেজিং

English summary
china coronavirus news corona outbreak in china again after april new record in 24 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X