For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের দেশে প্রচার সারছেন প্রধানমন্ত্রী মোদী, গায়ে জ্বালা ধরেছে চিনের

প্রধানমন্ত্রী মোদীর অরুণাচল প্রদেশ সফরকেই নিন্দা করে সরব হল প্রতিবেশী চিন।

  • |
Google Oneindia Bengali News

দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী ভারতের যেকোনও প্রান্তে যখন খুশি যেতেই পারেন। এদিন উত্তর-পূর্ব ভারত সফরে গিয়েছেন তিনি। অসমের পাশাপাশি অরুণাচল প্রদেশেও গিয়েছেন। আর সেই অরুণাচল প্রদেশ সফরকেই নিন্দা করে সরব হল প্রতিবেশী চিন।

নিজের দেশে প্রচার সারছেন প্রধানমন্ত্রী মোদী

আগামী মে মাসে লোকসভা নির্বাচন। তার আগে মোদী সারা দেশ জুড়ে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন। বাংলা, ওড়িশা, অসম হয়ে এদিন তিনি পৌঁছে গিয়েছিলেন অরুণাচল প্রদেশে। সেটাকেই ভালো চোখে দেখেনি চিন।

দুই দেশের দ্বিপাক্ষিক নানা আলোচনার পরও সীমান্তের পার্বত্য এলাকা নিয়ে বরাবর টেনশন থেকেছে। যার জেরে ১৯৬২ সালে যুদ্ধও হয়েছে। চিন বলেছে, ভারতের উচিত চিনের ভাবনাকে সম্মান জানানো। এমন কিছু না করা যাতে দুই দেশের সম্পর্কে তাঁর প্রভাব পড়ে।

স্পষ্ট করে বললে, চিন চায়না ভারতের কোনও নেতা অরুণাচল প্রদেশে আসুন। কারণ এই রাজ্যকে দক্ষিণ তিব্বত হিসাবে দাবি করে চিন। ভারতের অংশ বলে নয়।

২০১৭ সালে ডোকলাম এলাকা নিয়ে কয়েক মাস ধরে দুই দেশের টানাপোড়েন চলেছে। পরে চিনা সেনা বাধ্য হয়ে সরলে ভারতও দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখতে সরে যায়। তবে দুই দেশের সীমান্ত সমস্যা কোনওভাবেই মেটেনি।

English summary
China condemns Prime Minister Modi's visit to Arunachal Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X