For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাসুদ যে জঙ্গি তার প্রমাণ নেই! চিনের দাবির পাল্টা জবাবে যা করল ভারত

'বিশ্ব সন্ত্রাসবাদী' হিসাবে এবার পুলওয়ামা কাণ্ডের নেপথ্য নায়ক জঙ্গিনেতা মাসুদ আজহারকে পরিচিত করা হোক। এই দাবিতেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নিতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

'বিশ্ব সন্ত্রাসবাদী' হিসাবে এবার পুলওয়ামা কাণ্ডের নেপথ্য নায়ক জঙ্গিনেতা মাসুদ আজহারকে পরিচিত করা হোক। এই দাবিতেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নিতে চলেছে। এমন দাবি বহুদিন ধরেই ভারত জানিয়ে এসেছে। কার্যত ভারতের সুরে সুর মিলিয়ে মার্কিন মুলুকও একি বার্তা দিয়েছে। তবে গোটা প্রক্রিয়ায় স্বভাসিদ্ধভাবে বাধ সেধেছে চিন। এই প্রসঙ্গে চিনের দাবির পাল্টা চালে বাজিমাত করেছে ভারতও।

বিশ্বসন্ত্রাসবাদীর তকমা

বিশ্বসন্ত্রাসবাদীর তকমা

মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেনের তরফে রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে বিশ্বসন্ত্রাসবাদীর তকমা দেওয়ার বিষয়টি উত্থাপন করা হয়েছে। ভারতের তরফে জানানো হয়েছে, রাষ্ট্র সংঘের তৈরি কুখ্যাত জঙ্গির তালিকাভুক্ত করা হোক পুলওয়ামা হামলার মূলচক্রী পাকিস্তান আশ্রিত মাসুদকে। গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে নিরাপত্তা পরিষদ।

মার্কিন যুক্তরাষ্ট্র যা বলেছে..

মার্কিন যুক্তরাষ্ট্র যা বলেছে..

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি স্পোকসপার্সন জানিয়েছেন, মাসুদ আজহারের আন্তর্জাতিক জঙ্গি তালিকায় থাকবরা সমস্ত বৈশিষ্টই রয়েছে। যদি তাকে বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দেওয়া হয়, তা এশিয়ার আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য উপযুক্ত হবে, এবং তা স্থিতিশীলতার বিরুদ্ধ হবে না। মার্কিন প্রতিনিধি স্পষ্ট জানিয়েছেন, আজহার জইশ-ই-মহম্মদ এর প্রতিষ্ঠাতা। যদিও বিষয়টি নিয়ে খানিকটা বেঁকে বসেছে চিন।

চিনের দাবি

চিনের দাবি

চিনের দাবি, মাসুদ আজহার যে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য তার প্রমাণ নেই। উল্লেখ্য, পাকিস্তান আশ্রিত মাসুদকে বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দেওয়া নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে একমাত্র বেঁকে বসেছে চিন।

চিনকে পাল্টা তোপ ভারতের

চিনকে পাল্টা তোপ ভারতের

চিনের দাবির পরই ভারত একাধিক অডিও টেপ প্রমাণ হিসাবে তুলে ধরে, যা প্রমাণ করে যে মাসুদ আজহার সঙ্গি সংগঠন জিস-ইম-মহম্মদের নেতা। পাশাপাশি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। উল্লেখ্য, এবার পাকিস্তান আশ্রিত এই জঙ্গিকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের।

English summary
China claims no proof linking Masood Azhar to JeM, India submits audio tapes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X