For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা চিকিৎসায় চিনের হাতে 'অব্যর্থ' ওযুধের দাবি, শুরু পশু প্রেমীদের প্রতিবাদ

করোনা চিকিৎসায় চিনের হাতে 'অব্যর্থ' ওযুধের দাবি, শুরু পশু প্রেমীদের প্রতিবাদ

  • |
Google Oneindia Bengali News

প্রায় প্রতি সপ্তাহের কোনও না কোন জায়গা থেকে করোনা ভাইরাসের চিকিৎসার জন্য ওষুধের প্রাথমিক পর্যায়ের সাফল্য দাবি করা হচ্ছে। যদিও কোনওটিকে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। চিনের গবেষণা সংস্থা-সহ সারা বিশ্বে অন্তত ২৫ টি সংস্থা গবেষণা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে চিনের তরফে দাবি করা হল করোনার চিকিৎসা এক অব্যর্থ ওষুধ তারা বের করেছে।

সারা বিশ্বে চলছে গবেষণা

সারা বিশ্বে চলছে গবেষণা

সারা বিশ্বে করোনা ভাইরাস নিয়ে গবেষণা চলছে। অন্তত ২৫ টি সংস্থা গবেষণা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে যেমন ভারতীয় সংস্থা আছে, ঠিক তেমনই আছে আমেরিকা ও চিনের গবেষণাকারী সংস্থা।

আপাতত চিকিৎসা যেভাবে

আপাতত চিকিৎসা যেভাবে

আপাতত চিকিৎসকরা আক্রান্তদের নজরদারির মধ্যে রেখে, কাউকে অ্যাজিথ্রোমাইসিন, কাউকে হাইড্রোক্লোরাকুইন কিংবা বেশি অসুস্থদের ক্ষেত্রে এইআইভির ওযুধ প্রয়োগ করছেন। বিকল্প পদ্ধতিতে চিকিৎসা করে বহু আক্রান্তের রোগমুক্তি ঘটেছে ইতিমধ্যেই।

চিনের গবেষণায় 'অব্যর্থ' ওষুধ

চিনের গবেষণায় 'অব্যর্থ' ওষুধ

চিনের গবেষকদের তরফে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই তারা করোনা চিকিৎসার 'অব্যর্থ' ওষুধ পেয়ে গিয়েছেন। সরকারি তরফে ছাড়পত্র পাওয়ার ব্যাপারেও দাবি করা হয়েছে। জানা গিয়েছে সেই অব্যর্থ ওষুধ হল ভাল্লুকের পিত্ত। চিনে ভেষজ চিকিৎসায় ভাল্লুকের পিত্তের ব্যবহার হাজার বছরের পুরনো বলেই জানা গিয়েছে।

পশুপ্রেমীদের প্রতিবাদ

পশুপ্রেমীদের প্রতিবাদ

সাধারণভাবে ভাল্লুকের শরীরে ক্যাথারটার বসিয়ে সেই পিত্ত সংগ্রহ করা হয়। বিজ্ঞানীদের একাংশের দাবি ভাল্লুকের পিত্তে থাকা উর্সোডায়োল এক্ষেত্রে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যদিও অনেকে আবার এনিয়ে প্রশ্নও তুলেছেন। প্রশ্ন তুলেছেন পশুপ্রেমী থেকে শুরু করে পরিবেশবিদরা। তাঁদের মতে ভেষজ চিকিৎসা পদ্ধতি এইধরনের বন্যপ্রাণীর চোরাশিকারকে উৎসাহিত করবে।

English summary
China approves use of bear bile to treat coronavirus patient. Animal welfare groups outraged as move comes just week after China banned sale of wild animals for food.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X