For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখের ডেমচুকে দলাই লামার জন্মদিন পালন, রাগে ফুঁসছে বেজিং

লাদাখের ডেমচুকে দলাই লামার জন্মদিন পালন, রাগে ফুঁসছে বেজিং

Google Oneindia Bengali News

লাদাখের ডেমচুকে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার জন্মদিন উদযাপন নিয়ে তুলকালাম কাণ্ড। রাগে ফুঁসছে বেজিং। ডেমচুকের যে গ্রামে দলাই লামার জন্মদিন উদযাপন করা হয়েছে সেই গ্রামের সিন্ধু নদীর অপর পারে িচনা বাহিনী দেশের পতাকা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। গত ৬ জুলাই ঘটনাটি ঘটেছে।

লাদাখে দলাই লামার জন্মদিন পালন

লাদাখে দলাই লামার জন্মদিন পালন

বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার জন্মদিন পালন করল লাদাখের সীমান্তবর্তী গ্রাম ডেমচুক। গত ৬ জুলাই ছিল দলাই লামার জন্মদিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। ২০১৪ সালের পর এই প্রথম দলাই লামার সঙ্গে সরাসরি কথা বলে তাঁকে ৮৬ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং টুইট করে দেশবাসীকে সেকথা জানিয়েছিলেন তিনি। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লেখেন, বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

প্রতিবাদ চিনের

প্রতিবাদ চিনের

ডেমচুকে একদিকে যখন দলাই লামার জন্মদিন উদযাপন চলছে তখন সীমান্তে ওপালে এই তোলপাড় চলছে। চিনের কাছে জঙ্গির থেকে কোনও অংশে কম নন দলাই লামা। লাদাখে দলাই লামার জন্মদিন উদযাপনকে ভাল চোখে নেয়নি বেজিং। সিন্ধু নদীর ওপারে চিনের পতাকা হাতে দাঁড়িয়ে প্রবল প্রতিবাদ জানিয়েেছ চিনা ফৌজ। ড্রাগনের দেশ রীতিমতো রাগে ফুঁসছে।

তিব্বতের বার্তা

তিব্বতের বার্তা

ইতিমধ্যেই তিব্বতের পক্ষ থেকে জানানো হয়েছে দলাই লামার সঙ্গে দেখা করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলাই লামার সঙ্গে দেখা করবেন। প্রধানমন্ত্রীর টুইট ভারতের সঙ্গে তিব্বতের সম্পর্কের জন্য যেমন যথেষ্ট ইঙ্গিতবাহী ঠিক একই ভাবে বেজিংয়ের প্রতিও ইঙ্গিতবাহী। কারণ চিনের কমিউনিস্ট পার্টির শতবর্ষে চিনকে শুভেচ্ছা জানিয়ে কোনও টুইট করেননি প্রধানমন্ত্রী মোদী।

লাদাখ অসন্তোষ

লাদাখ অসন্তোষ

গত এপ্রিল মাস থেকে লাদাখে প্রবল অসন্তোষ তৈরি ভারত ও চিনের মধ্যে। ভারত এবং চিন দুই দেশই সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সীমান্ত দখলের চেষ্টা চালিয়েছে লালফৌজ। এই নিয়ে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষও হয়েছে। দফায় দফায় দুই দেশের মধ্যে আলোচনা চললেও এখনও লাদাখ পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

English summary
China angry over Dalai Lama's Birthday celebration at Demchuk in Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X