For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ টি চিনা সংস্থাকে ঘিরে মার্কিনি তোপের জবাব বেজিংয়ের! দক্ষিণ চিন সাগর নিয়ে উত্তাপ অব্যাহত

২৪ টি চিনা সংস্থাকে ঘিরে মার্কিনি ধাক্কা সহ্য করতে পারছে না বেজিং! দক্ষিণ চিন সাগর ঘিরে উত্তাপ অব্যাহত

  • |
Google Oneindia Bengali News

২৪ টি চিনা সংস্থাকে ঘিরে আমেরিকার পদক্ষেপ মেনে নিতে পারছে না চিন। এদিন চিনের বিদেশমন্ত্রকের প্রতিনিধি ঝাও লিন ফের একবার আমেরিকাকে নিশানা করে তোপ দেগেছে। এর আগে, হিউস্টনে চিনা দূতাবাস বন্ধ করা নিয়ে প্রবল সংঘাত শুরু হয় চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। এবার সংঘাত ২৪ টি চিনা সংস্থা কে ঘিরে।

 আমেরিকা যা করেছে..

আমেরিকা যা করেছে..

দক্ষিণ চিন সাগরে কৃত্রিম একটি দ্বীপ খনন ও নির্মাণের জেরে আমেরিকার রোষানলে চিনের তাবড় ২৪ টি সংস্থা । এই দ্বীপ তৈরির কাজে নিযুক্ত ২৪ সংস্থা ও তার কর্মীদের এবার আমেরিকা কালো তালিকাভূক্ত করল।

 মার্কিনি বার্তা

মার্কিনি বার্তা

পম্পেও জানিয়েছেন , দক্ষিণ চিন সাগর সংক্রান্ত দ্বীপ খননে যে ২৪ টি চিনা সংস্থাগুলি রয়েছে তাদের কোনও মার্কিন পণ্য রপ্তানী করা হবে না। পাশাপাশি, এই সংস্থার সঙ্গে জড়িত যে নামের তালিকাকে কালো তালিকাভূক্ত করা হয়েছে সেই তালিকার ব্যক্তিরাও আমেরিকায় পা রাখতে পারবেন না।

চিনের পাল্টা তোপ

চিনের পাল্টা তোপ

এদিকে চিনের বিদেশমন্ত্রকের প্রতিনিধি ঝাও লিনের দাবি, আমেরিকা যা করেছে তা ভুল করেছে। এভাবে ২৪ টি চিনা সংস্থাকে কালো তালিকাভূক্ত করা মোটেও সঠিক কাজ হয়নি বলে দাবি করেছেন তিনি।

 দক্ষিণ চিনসাগর ঘিরে উত্তেজনা

দক্ষিণ চিনসাগর ঘিরে উত্তেজনা

'সাউথ চায়না মর্নিং পোস্ট' এর খবর অনুযায়ী, বেজিং একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালাস্টিক মিসাইল এদিন নিক্ষেপ করেছে। কুইংঘাই প্রভিন্স থেকে তারা ডিএফ -২৬ বি , ডিএফ ২১ ডি মিসাইল নিয়ে নিশানা বাঁধে। উল্লেখ্য, এই মিসাইল মূলত যুদ্ধবিমান ধ্বংসে কার্যকরী ক্ষমতা দেখাতে পারে। আর তার জেরেই দুটি পর পর মিসাইল উৎক্ষেপণ বলে খবর। এর আগে , মার্কিন গুপ্তচর বিমান তাদের সীমানায় ঢুকে পড়ে বলে অভিযোগ করে চিন। এদিন তারই জবাব বেজিং দিতে পেরেছে বলে দাবি, 'সাউথ চায়না মর্নিং পোস্ট' ।

মার্কিন 'ড্রাগন লেডি'ই চিনের টুঁটি টিপে ধরতে যথেষ্ট! কেন এই গুপ্তচর-অস্ত্রে ভয়ে কাঁপছে বেজিং মার্কিন 'ড্রাগন লেডি'ই চিনের টুঁটি টিপে ধরতে যথেষ্ট! কেন এই গুপ্তচর-অস্ত্রে ভয়ে কাঁপছে বেজিং

English summary
China again attacks USA this time over blacklisting 24 chinese company
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X