For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ চিন সাগরের সংঘাতে আসরে 'শিপ কিলার' মিসাইল নামাল চিন! কোন হুমকিতে যুদ্ধের পারদ চড়ছে

দক্ষিণ চিন সাগরের সংঘাতে আসরে 'শিপ কিলার' মিসাইল নামাল চিন! কোন হুমকিতে যুদ্ধের পারদ উর্ধ্বমুখী

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই দক্ষিণ চিন সাগরের সংঘাতের তাপমাত্রা একটি উচ্চতায় পৌঁছে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই এলাকা ঘিরে চিনের সংঘাত বর্তমান পরিস্থিতিতে একাধিক ফ্যাক্টরের জেরে উস্কানি পেতে শুরু করেছে। এমন এক পরিস্থিতিতে দক্ষিণ সাগরে তুঙ্গে রয়েছে 'যুদ্ধং দেহি' মেজাজ।

 চিন যা করেছে

চিন যা করেছে

দক্ষিণ সাগরে এবার 'শিপ কিলার মিসাইল' কে কার্যকরি করে চিনের নৌসেনা তৈরি হতে শুরু করেছে। চিনের রিয়ার অ্যাডমিরাল একথা জানিয়েছেন। তাঁর দাবি, চিনের ডিএফ ২৬ ব্যালাস্টিক ও ক্রুজ মিসাইল বহু ধরনের ক্ষমতা রাখে।

 চিনের হুমকি

চিনের হুমকি

এই নয়া আধুনিক সমরাস্ত্র নিমেষে দুটি মার্কিন জায়াজকে ধ্বংস করতে পারে বলে চিন হুমকি দিয়ে রেখেছে। উল্লেখ্য, দক্ষিণ চিন সাগরে যেভাবে যুদ্ধের পারদ চড়তে শুরু করেছে। তাতে চিনের এই বার্তা বেশ প্রাসঙ্গিক।

আমেরিকাকে কতটা ধ্বংস করতে পারবে চিন!

আমেরিকাকে কতটা ধ্বংস করতে পারবে চিন!

২০১৮ সালে চিন দাবি করেছিল , সাগরে যে মিসাইল নিয়ে তারা নামছে, তাতে চোখের পলকে ৫ হাজার মার্কিন সেনা ধ্বংস হতে পারে। উল্লেখ্য, সেই যুদ্ধাস্ত্র নিয়ে এবার একাধিক খবর চিনের গ্লোবাল টাইমসে আসতে শুরু করেছে। যা ঘিরে তেতে উঠছে দক্ষিণ চিন সাগর সংঘাত।

 তাইওয়ান প্রণালী ও মার্কিন য়ুদ্ধজাহাজ

তাইওয়ান প্রণালী ও মার্কিন য়ুদ্ধজাহাজ

সদ্য মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী দিয়ে পার হতেই এক চুল জমিও ছাড়ছেনা চিন। আমেরিকাকে পাল্টা হুমকি দিয়ে চিন সাফ জানিয়েছে যে তাইওয়ানের দিকে তাকালেই চিনা যুদ্ধাস্ত্রের ব্যবহারে উদ্যোগী হবে বেজিং।

এদিকে মার্কিন মুলুকে চিনা বাণিজ্যকে সাঁড়াশি আক্রমণ ট্রাম্পের

এদিকে মার্কিন মুলুকে চিনা বাণিজ্যকে সাঁড়াশি আক্রমণ ট্রাম্পের

মোদীর পথে হেঁটেই টিকটকের মতো চিনা সংস্থার ওুর চাপ পেলতে শুরু করেছে আমেরিকা। ৯০ দিনের মধ্যে আমেরিকায় টিকটক বন্ধের বার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এরপরই আমেরিকায় টিকটক আমেরিকান সংস্থাহগুলির সঙ্গে গাঁটছড়ার ভাবনা চিন্তা করছে।

চিনা বাণিজ্যের টুঁটি চেপে ধরতে ট্রাম্প প্রশাসনের নয়া প্ল্যান!মার্কিন মুলুকে একাধিক সংস্থা স্ক্যানারেচিনা বাণিজ্যের টুঁটি চেপে ধরতে ট্রাম্প প্রশাসনের নয়া প্ল্যান!মার্কিন মুলুকে একাধিক সংস্থা স্ক্যানারে

English summary
China activated ship killer missile and threats USA naval sector
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X