For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ভিডিও) চিলিতে ভয়াবহ ভূমিকম্পে মৃত কমপক্ষে ৫, সুনামি সতর্কতা জারি

Google Oneindia Bengali News

চিলিতে ভয়াবহ ভূমিকম্পে মৃত কমপক্ষে দুই, সুনামি সতর্কতা জারি
সান্টিয়াগো, ২ এপ্রিল : মঙ্গলবার রাতে চিলির উত্তর উপকূলবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের জেরে মৃত্যু হল ৫ জনের। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ৩ জন গুরুতর জখম হয়েছেন। চিলির এই ভয়াবহ ভূমিকম্পে দক্ষিণ আমেরিকার তিনটি দেশের উপকূল অঞ্চলে জারি হল সুনামি সতর্কতা।

রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৮.২। এই ভূকম্পন চিলির প্রশান্ত মহাসাগরীয় উপকূল এলাকায় আঘাত করে। এর ফলে সুনামি পরিস্থিতি তৈরি হয়। ঢেউয়ের উচ্চতা ২ মিচা পর্যন্ত বেড়ে যায়। স্থানীয় মানুষদের উদ্দেশে সতর্কতা জারি করে প্রশাসন।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যালসার্ভের তরফে জানানো হয়েছে স্থানীয় সময় রাত ৮টা বেজে ৪৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূকম্পনটির উৎপত্তিস্থল আরিকা শহরে সমুদ্রগর্ভ থেকে ১২.৫ মাইল নিচে। চিলি-ইকুয়েড় সীমান্তে ১০০ কিমি উত্তর-পশ্চিমাঞ্চলে ও ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

চিলি,পেরু,কলোম্বিয়া,পানামায় সুনামি সতর্কতা জারি করেছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে

বুধবার সকালে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে স্থানীয় বাসিন্দাদের জন্য সতর্কবার্তা জারি করা হয়। উপকূলবর্তী অঞ্চল থেকে ৪৮০০ কিলোমিটার বিস্তির্ণ এলাকার সুনামির প্রভাব পড়তে পারে বলে জানানো হয়েছে। চিলি, পেরু, ইকুয়েডর জুড়ে সুনামী সতর্কতা জারি করা হয়েছে। সুনামী সতর্কতা জারি হওয়ার পর উপকূল অঞ্চল থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে।সুনামির ফলে ঢেউয়ের উচ্চতা ৬ ফুট পর্যন্ত উঠতে পারে বলেও জানানো হয়েছে।

ভূমিকম্পের পরেও এক ঘণ্টার মধ্যে আরও ১০ বার আফটার শকে কেঁপে ওঠে। সেইসব আফটার শকের মাত্রা থিল ৬.২। ভূমিকম্পন এতটাই ভয়াবহ ছিল যে বলিভিয়ার রাজধানীতেও ৪.৫ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়।

এর পরেই হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষে। চিলি প্রশাসনের তরফে জানানো হয়েছে, উত্তর উপকূলবর্তী অঞ্চলের পিসাগুয়ায় ইতিমধ্যেই এই সুনামি পৌছে গিয়েছে। পাঁচ ঘন্টার মধ্যে তা দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে পৌছবে বলেও মনে করা হচ্ছে।

এখনও পর্যন্ত টেলিফোন ও জল পরিষেবা বিচ্ছিন্ন হয়নি বলে প্রসাশনের তরফে জানানো হয়েছে। তবে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

পেরুতে উত্তর উককূলবর্তী অঞ্চলেও সতর্কতা জারি করা হয়েছে।উপকূলবর্তী অঞ্চল সংলগ্ন রাস্তাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। কলোম্বিয়া, পানামা-সহ আরও ৬টি দেশে সতর্কতা জারি করা হয়েছে।

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/NYD7M4jdhlA?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

English summary
Chile: 5 dead; coast evacuated as 8.2 earthquake sparks tsunami
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X