For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃত্যু উপত্যকা সিরিয়ায় এবার মুখ খুলতে শুরু করল শিশুরা, প্রকাশ্যে এই করুণ ভিডিও

সরল, নিষ্পাপ চোখগুলো এই ক'দিন ধরে দেখেছে 'নরক'-এর বিভীষিকা। আপনজনকে তারা চোখের নিমেষে ঝলসে যেতে দেখেছে যুদ্ধের আগুনে। নিজের বাড়ি ,ঘর, শহর, ইমারত একে একে ধূসর ধ্বংসস্তূপ পরিণত হতে দেখেছে সিরিয়ার ঘওতা

Google Oneindia Bengali News

সরল, নিষ্পাপ চোখগুলো এই ক'দিন ধরে দেখেছে 'নরক'-এর বিভীষিকা। আপনজনকে তারা চোখের নিমেষে ঝলসে যেতে দেখেছে যুদ্ধের আগুনে। নিজের বাড়ি ,ঘর, শহর, ইমারত একে একে ধূসর ধ্বংসস্তূপ পরিণত হতে দেখেছে সিরিয়ার ঘওতা এলাকার শিশুরা। চেনা বন্ধুকে মৃত্যুর কোলে ঢলে যেতে দেখেছে সিরিয়ার একটা গোটা প্রজন্ম। যে প্রজন্মের কাছে মৃত্যুর আতঙ্কই এখন 'বাস্তব'। আর রোদ ঝলমলে নীল আকাশের নীচে থাকা খেলার সবুজ মাঠের ছবি যেন 'মিথ্যে'! আসাদ-পুতিনের রাজনৈতিক হামলা কেড়ে নিয়েছে তাদের 'স্বাভাবিক' ছোটবেলা। রাশিয়ার ক্রমাগত আক্রমণে মৃত্যু মুখে পতিত হয়েছে সিরিয়া ১২০ ও বেশি শিশু। মাত্র ৮ দিনে ৫৫৬ জনের মৃত্যু দেখে ভয়ে কুঁকড়ে থাকা চোখগুলো। এরকমই এক ভয়, কুণ্ঠা , অসম্ভব যন্ত্রণা বুকে নিয়ে এবার নিজেদের কথা তুলে ধরতে শুরু করল রক্তাক্ত সিরিয়ায় শিশুরা, সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে আসতে শুরু করেছে তাদের ভিডিও।

'আমাদের বাঁচান'!

সিরিয়ার ১৫ বছরের কিশোর মুহম্মদ নাজেম। ঘওতা এলাকায় ধ্বংসলীলার কিছু ছবি তুলে ধরে সে একটি ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সে দেখিয়েছে , আসাদ-পুতিনের অপরাধ কীভাবে শেষ হয়ে গিয়েছে তার স্কুল। যা আজ শুধু ধ্বংসাবশেষ মাত্র।

শেষ হয়ে পরিবার

শুধু স্কুল ভেঙে যায়নি , রাশিয়ার বোমারু বিমানের হামলায় শেষ হয়ে গিয়েছে সিরিয়ার কিশোর নজিমের পরিবার। তার সোশ্যাল মিডিয়া পোস্ট-এ ধরা পড়ছে কীভাবে সিরিয়ার ঘওতাতে রোজ রোজ ছিন্নভিন্ন করা হয়েছে 'মানবাধিকার'-কে।

'দয়া করে আমাদের সাহায্য করুন'

সিরিয়ার বসবাসকারী দুই ছোট্ট শিশু নূর আর আলা। নূরের বয়স ১০ আর আলার বয়স ৮। দুই বোন পূর্ব ঘওতা এলাকার বাসিন্দা। এই নিরস্ত্র নিষ্পাপ শিশুদের একটিই আর্জি, তাড়াতাড়ি যেন তাঁদের সাহায্যএ কেউ এগিয়ে আসেন। অনেক দেরি হওয়ার পূর্বে কেউ যেন তাঁদের বাঁচিয়ে নেন।

নূর আর আলার আরও দাবি

নূর আর আলা অনেক কিছু হারিয়েছে। সিরিয়ার ঘওতায় আপাতত কোনও কাজের সুযোগ নেই। এই শিশুদের চোখে দেখা নরকের যাবতীয় বিবরণ তারা দিয়েছে ভিডিও-র মাধ্যমে।

এক রক্তাক্ত বর্ণনা

ঠিক কী হয়েছে নূর আর আলার সঙ্গে তা প্রকাশ পেল এই চাঞ্চল্যকর ভিডিও-তে। ধূসর ধ্বংসাবশেষের মাঝে পড়ে, কী অবস্থা হয়েছিল তাদের দুই বোনের, দেখাল এই ভিডিও।

English summary
Children in Syria's Ghouta are asking for help on social media.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X