For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইথিওপিয়া থেকে বিদেশে শিশু দত্তক নেওয়া বন্ধ

এক সময়ের সেলেব্রিটি দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিও ইথিওপিয়া থেকে শিশু দত্তক নিয়েছিলেন,সেই তালিকায় ছিলেন আমেরিকার আরও অনেকে। ইথিওপিয়া সিদ্ধান্ত নিয়েছে, এই রেওয়াজ পুরোপুরি বন্ধ করা হবে।

  • By Bbc Bengali

২০০৫ সালে ইথিওপিয়া থেকে তার কন্যাকে দত্তক নেন অ্যাঞ্জেলিনা জোলি
Getty Images
২০০৫ সালে ইথিওপিয়া থেকে তার কন্যাকে দত্তক নেন অ্যাঞ্জেলিনা জোলি

ইথিওপিয়া থেকে দত্তক নেওয়া শিশুরা বিদেশে অবহেলা ও নির্যাতনের মধ্যে বড় হচ্ছে, এই ধরনের আশঙ্কার পটভূমিতে সে দেশ থেকে বিদেশি নাগরিকদের শিশু দত্তক নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

মার্কিন নাগরিকরা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সব শিশু দত্তক নেন, তার সবচেয়ে বড় উৎসই হল ইথিওপিয়া। আমেরিকাতে আন্তর্জাতিকভাবে দত্তক নেওয়া শিশুদের প্রায় কুড়ি শতাংশই সে দেশের।

ইথিওপিয়া থেকে যারা শিশু দত্তক নিয়েছেন, সেই তালিকায় আছেন হলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিও।

তবে ২০১৩ সালে আমেরিকাতে এক দম্পতি ইথিওপিয়া থেকে দত্তক নেওয়া একটি শিশুকে হত্যার দায়ে দোষীও সাব্যস্ত হয়েছিলেন।

ইথিওপয়ার রাজধানী আদিস আবাবা থেকে বিবিসির ইম্যানুয়েল ইগুনজা বলছেন, সেই মামলার সূত্র ধরেই ইথিওপিয়া থেকে বিদেশিদের শিশু দত্তক নেওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছিল।

দুবছর আগে ডেনমার্কও ইথিওপিয়া থেকে শিশু দত্তক নেওয়া বন্ধ করে দিয়েছিল। সেই সিদ্ধান্ত ঘিরেও বিতর্ক হয়েছিল, তবে ডেনমার্ক বলেছিল এই দত্তক নেওয়ার সঙ্গে সম্ভাব্য শিশু পাচারের সম্পর্ক থাকতে পারে বলে তারা সন্দেহ করছে।

ইথিওপিয়ার আইন-প্রণেতারা এখন বলছেন সে দেশে অনাথ ও সামাজিকভাবে বিপন্ন শিশুদের এখন স্থানীয়ভাবে যে সব সুযোগ-সুবিধা পাওয়া যাবে সেই পদ্ধতির মধ্যেই বড় করে তোলা হবে।

তবে সে দেশের এমপি-দের কেউ কেউ আবার বলছেন ইথিওপিয়াতে বিপন্ন শিশুদের দেখাশুনো করার মতো উপযুক্ত সামাজিক অবকাঠামোই নেই।

আমাদের পেজে আরও পড়ুন:

সিরিয়ার ইডলিব থেকে পালিয়েছেন লক্ষাধিক মানুষ

তিস্তার উজানে সিকিমে একের পর এক বাঁধ নির্মাণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন স্থানীয় লেপচারা

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় প্রত্যাহার হয়েছেন এক পুলিশ ফাঁড়ির সব সদস্য

English summary
Child adoptation from Ethiopia to abroad is closed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X