For Quick Alerts
For Daily Alerts

চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী গ্রেফতার
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ আলীমুজ্জামান বিবিসি বাংলাকে জানিয়েছেন, মি. সিদ্দিকীকে গত বছর কোতোয়ালী থানায় আইসিটি এ্যাক্টের ৫৭ ধারায় করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
আজই তাকে আদালতে তোলা হবে বলে তিনি জানিয়েছেন।
ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তির মামলাটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
ফেসবুকে নিজেকে 'ঢাকার শ্যাডো মেয়র' বলে দাবী করেন মি. সিদ্দিকী।
Comments