For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর হজরতের বিতর্কিত কার্টুন ছাপবে না ফরাসি ব্যঙ্গচিত্র পত্রিকা শার্লি এবদো!

  • |
Google Oneindia Bengali News

প্যারিস, ৩০ এপ্রিল : রেন্যঁ লুসিয়েঁ আর হজরত মহম্মদের কার্টুন আঁকবেন না। কারণ এই বিষয়টি তাঁকে আর আকর্ষিত করছে না। এমনটাই জানিয়েছেন তিনি। ফলে আগামিদিনে ফরাসি ব্যঙ্গচিত্র পত্রিকা 'শার্লি এবদো'-র কভারে হজরতের কার্টুন আর নাও দেখা যেতে পারে।

রেন্যঁ হলেন সেই কার্টুনিস্ট যিনি 'শার্লি এবদো'-র হয়ে হজরত মহম্মদের বিতর্কিত কার্টুন আঁকেন। এবং ঘটনার দিন তিনি সন্ত্রাসীদের গুলি খেতে খেতেও বেঁচে গিয়েছেন।

আর হজরতের বিতর্কিত কার্টুন ছাপবে না ফরাসি ব্যঙ্গচিত্র পত্রিকা শার্লি এবদো!


এবছর শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যেই প্যারিসে সংবাদমাধ্যমের দফতরে হামলা চালায় জঙ্গিরা। হামলা চালানো হয় ফ্রান্সের ব্যঙ্গধর্মী পত্রিকা শার্লি এবদো-র দফতরে। ভিতরে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে বেশ কয়েকজনকে মেরে ফেলে জঙ্গিরা। কারণ পত্রিকাটি ধর্মগুরু হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র আঁকত। আর তার শাস্তিস্বরূপ আল কায়েদার ইয়েমেন শাখার জঙ্গিরা ১১ জনকে মেরে ফেলে। এর মধ্যে ছিলে পত্রিকার মুখ্য সম্পাদকও।

সেই পত্রিকাতেই হজরত মহম্মদের কার্টুন আঁকার কাজ করা রেন্যঁ লুসিয়েঁ সম্প্রতি জানিয়েছেন, "আমি আর হজরত মহম্মদকে নিয়ে কার্টুন আঁকব না। এই বিষয়টি আমাকে আর টানছে না।"

কেন তিনি এরকম সিদ্ধান্ত নিয়েছেন এ প্রশ্নে রেন্যঁ লুসিয়েঁ বলেন, "আমি হজরতের কার্টুন এঁকে এঁকে ক্লান্ত। একইভাবে আমি সারকোজির (ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি) কার্টুন আঁকতে আঁকতেও ক্লান্ত হয়ে পড়েছি।"

প্রসঙ্গত, জানুয়ারির ৭ তারিখ শার্লি এবদোর দফতরে হামলার আগে পর্যন্ত পত্রিকাটি মাত্র ৬০ হাজার কপি ছাপা হতো। এই হামলার পর এখন প্রায় ৮০ লক্ষ কপি ছাপে শার্লি এবদো।

English summary
Charlie Hebdo artist to stop drawing Prophet Mohammad cartoons
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X