For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চন্দ্রযান ২: নিস্তেজ বিক্রম নিয়ে কী জানিয়ে দিল নাসা! চন্দ্রাভিযান ঘিরে নয়া তথ্য

আশায় বুক বেঁধেছিল ইসরো। মনে করা হয়েছিল,চাঁদের মাটিতে ভারতের 'বিক্রম ল্যান্ডার' এর খোঁজ হয়তো মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসা এবার দিয়ে দিতে পারবে।

  • |
Google Oneindia Bengali News

আশায় বুক বেঁধেছিল ইসরো। মনে করা হয়েছিল,চাঁদের মাটিতে ভারতের 'বিক্রম ল্যান্ডার' এর খোঁজ হয়তো মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসা এবার দিয়ে দিতে পারবে। নাসা-র তরফেও ভারতের এই চন্দ্রাভিযান নিয়ে যথেষ্ট আশা প্রকাশ করা হয়। কিন্তু, চাঁদ-সূর্যের আলোর খেলায় মাঝখান থেকে শূন্য় হাতে ফিরে আসে নাসা-র চাঁদের অরবিটার এলারও।

নাসা কী জানিয়েছে?

নাসা কী জানিয়েছে?

নাসা-র তরফে জানানো হয়েছে, চন্দ্রপৃষ্ঠে আলোর কমতির ফলে কোথাও খুঁজে পাওয়া যায়নি ইসরোর বিক্রম ল্যান্ডারের চিহ্ন। প্রসঙ্গত, চন্দ্রপৃষ্ঠে এখন সূর্যাস্তের সময়। ফলে অন্ধকার ঘনীভূত হতে থাকায় , নাসা-র অরবিটার কোনও রকমের খোঁজ দিতে পারেনি বিক্রমের।

ছায়ায় ঢাকা 'বিক্রম'

ছায়ায় ঢাকা 'বিক্রম'

নাসা-র লুনার অরবিটার বিক্রমের ছবি তুলে আনতে গিয়েও ব্যর্থ হয়। মূলত, চন্দ্রপৃষ্ঠের দক্ষিণাংশ অন্ধকারে ঢাকা পড়ে গিয়েছে সূর্যাস্তের কারণে। আর সেই জন্যই বিক্রমকে খুঁজে পায়নি নাসা-র অরবিটার এলআরও। অন্যদিকে, জানা যায়, চাঁদের বিক্রম পৌঁছলেও তার ৪ টি স্ট্যান্ড ক্ষত বিক্ষত হয়েছে। ফলে কোনও মতেই মাথা তুলে দাঁড়াতে পারছে না চন্দ্রযান ২ এর এই ল্যান্ডার।

নাসা ও বিক্রম

নাসা ও বিক্রম

চাঁদের দক্ষিণপ্রান্তে ইসরো-র বিক্রম ল্যান্ডার গিয়ে পৌঁছেছে। আর চন্দ্রপৃষ্ঠে পা রাখারা খানিক আগে থেকেই ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো-র সঙ্গে যাবতীয় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রমের। সেই বিক্রম ল্যান্ডারের অক্ষত ছবি ইসরো পেলেও নাসা জানিয়েছিল ১৭ সেপ্টেম্বর তাদের লুনার অরবিটার বিক্রমের ছবি আনবে। শেষমেশ সেক্ষেত্রেও কার্যত নিরাশ হতে হয় ইসরো-কে।

<strong>[ পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি লঞ্চপ্যাড তৈরি পাকিস্তানের! ৬০ জঙ্গি, সেনা কমান্ডো নিয়ে ইসলামাবাদের নয়া ছক]</strong>[ পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি লঞ্চপ্যাড তৈরি পাকিস্তানের! ৬০ জঙ্গি, সেনা কমান্ডো নিয়ে ইসলামাবাদের নয়া ছক]

[তাবরেজ গণপিটুনি মামলায় খুনের অভিযোগ ফিরল অভিযুক্তদের বিরুদ্ধে][তাবরেজ গণপিটুনি মামলায় খুনের অভিযোগ ফিরল অভিযুক্তদের বিরুদ্ধে]

English summary
Chandrayaan 2, Nasa Lunar Orbiter fails to spot Vikram. As per Aviation Week's Mark Carreau report, the LRO's Lunar Reconnaissance Orbiter Camera instrument (LROC) imaged the landing site of the lander that is the South Pole touchdown, as planned yesterday, i.e., September 17. But "long shadows in the area may be obscuring the silent lunar explorer," Carreau shared
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X